ICC Ranking

৬৮ রানের ইনিংস খেলার পর সুখবর পেলেন রিঙ্কু, ২০ ওভারের ক্রিকেটে শীর্ষে সূর্যকুমারই

রিঙ্কু এখন ভারতীয় ক্রিকেটের নতুন ফিনিশার। ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিক ভাবে রান করছেন। তার সুফল পেলেন কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ২২:০৯
Share:

রিঙ্কু সিংহ। ছবি: পিটিআই।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলার পর সুখবর পেলেন রিঙ্কু সিংহ। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ৫৬ রানের ইনিংসও গুরুত্ব পেল বিশ্ব ক্রিকেটে।

Advertisement

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে। ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন সূর্যকুমার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই রান পেয়েছেন তিনি। ভারতীয় দলের অধিনায়ককেই ২০ ওভারের ক্রিকেটে সেরা ব্যাটারের স্বীকৃতি দিয়েছে আইসিসি। সূর্যকুমারের রেটিং পয়েন্ট ৮৬৫। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের মহম্মদ রিজ়ওয়ানের রেটিং পয়েন্ট ৭৮৭। তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের অধিনায়ক এডেন মার্করাম। তাঁর রেটিং পয়েন্ট ৭৫৮।

সূর্যকুমার শীর্ষ স্থান ধরে রাখলেও বেশি লাভবান হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটার। মঙ্গলবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম অর্ধশতরান করেছেন রিঙ্কু। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ধারাবাহিক ভাবে রান পেয়েছেন ভারতীয় ক্রিকেটের নতুন ফিনিশার। তার সুফল পেয়েছেন তিনি। আইসিসির টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় এক লাফে ৪৬ ধাপ উঠে এসেছেন রিঙ্কু। আইপিএলের আগে রিঙ্কুর ফর্ম আশাবাদী করছে কেকেআর কর্তৃপক্ষকেও। বুধবার প্রকাশিত ক্রমতালিকায় রিঙ্কু রয়েছেন ৫৯ নম্বরে। ১০ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন তিলক বর্মা।

Advertisement

বোলারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন রবি বিষ্ণোই। দক্ষিণ আফ্রিকা সফরের দলে না থাকা স্পিনারকে অবশ্য রেটিং পয়েন্টে স্পর্শ করে ফেলেছেন আফগানিস্তানের রশিদ খান। দু’জনেই ৬৯২ পয়েন্ট নিয়ে যুগ্ম ভাবে শীর্ষে রয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন