Rishabh Pant

শিকে ছিঁড়ল না ঈশান কিশনের, চোট পাওয়া পন্থের জায়গায় এক দিনের দলে নেওয়া হল অন্য উইকেটকিপারকে

নিউ জ়িল্যান্ড সিরিজ়ের এক দিনের দলে নেওয়া হয়নি ঈশান কিশনকে। ঋষভ পন্থ ছিটকে যাওয়ার পর মনে করা হয়েছিল কিশন সুযোগ পেতে চলেছেন। তা হল না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১০:৪২
Share:

ঋষভ পন্থ। — ফাইল চিত্র।

নিউ জ়িল্যান্ড সিরিজ়ের এক দিনের দল নির্বাচন করার সময় নির্বাচকেরা আস্থা রেখেছিলেন ঋষভ পন্থের উপরে। নেওয়া হয়নি ঈশান কিশনকে। পন্থ ছিটকে যাওয়ার পর মনে করা হয়েছিল কিশন সুযোগ পেতে চলেছেন। তা হল না। পন্থের পরিবর্ত হিসাবে নেওয়া হল ধ্রুব জুরেলকে।

Advertisement

রবিবার সকালে পন্থের ছিটকে যাওয়া এবং জুরেলের সুযোগ পাওয়ার খবর আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে বিসিসিআই। বিবৃতিতে তারা জানিয়েছে, অনুশীলনে নেটে ব্যাট করার সময় পন্থের ডান দিকের কুঁচকিতে চোট লেগেছে। সঙ্গে সঙ্গে তাঁর এমআরআই করানো হয়েছে। রিপোর্ট নিয়ে বোর্ডের চিকিৎসক দল বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করেছে। জানা যায়, পন্থের পেশিতে টান লেগেছে। ডাক্তারি ভাষায় যার নাম ‘অবলিক মাস্‌ল টিয়ার’। তাই তিনি এক দিনের সিরিজ়ে খেলতে পারবেন না। পরিবর্ত হিসাবে ঘোষণা করা হয়েছে জুরেলের নাম। তিনি ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন।

বিজয় হজারেতে ভাল ফর্মে ছিলেন জুরেল। তিনি সাতটি ম্যাচে ৫৫৮ রান করেছেন। গড় ৯০-এর উপরে। দু’টি শতরানের পাশাপাশি চারটি অর্ধশতরানও করেছেন। উত্তরপ্রদেশ দলের অধিনায়কও তিনি। বাংলার বিরুদ্ধে শতরান রয়েছে। গ্রুপ পর্বে সাতটি ম্যাচের প্রতিটিতেই জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে উত্তরপ্রদেশ। তবে ভারতীয় দলে ডাক পাওয়ায় আর বিজয় হজারেতে খেলা হবে না জুরেলের। নেতৃত্ব দিতে পারেন রিঙ্কু সিংহ।

Advertisement

বিজয় হজারেতে কর্নাটকের বিরুদ্ধে প্রথম ম্যাচে শতরান করেন ঈশান। পরের দু’টি ম্যাচে অবশ্য ভাল খেলতে পারেননি। একটি ম্যাচে ব্যাট করতে হয়নি তাঁকে। ত্রিপুরার বিরুদ্ধে আগের ম্যাচে ঈশান খেলেননি। টি-টোয়েন্টি দলে থাকলেও এখনই তাঁকে এক দিনের দলে নিতে চাইছেন না নির্বাচকেরা। তাই ঘরোয়া ক্রিকেটে ভাল খেলা জুরেলকে সুযোগ দেওয়া হয়েছে। জুরেল অতীতে টেস্ট এবং টি-টোয়েন্টিতে খেললেও এক দিনের ক্রিকেটে কখনও ভারতের হয়ে খেলেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement