Rohit Sharma and Virat Kohli

ঘরোয়া ক্রিকেটে খেললে তবেই জাতীয় দলে সুযোগ, বোর্ডের ফতোয়া পেয়ে রাজি রোহিত, জল্পনা কোহলিকে নিয়ে

রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে যদি জাতীয় দলে খেলতে হয় তা হলে অবশ্যই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণ করতে হবে। দুই তারকা ক্রিকেটারকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১১:৪২
Share:

রোহিত শর্মা (বাঁ দিকে) এবং বিরাট কোহলি। — ফাইল চিত্র।

রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে যদি জাতীয় দলে খেলতে হয় তা হলে অবশ্যই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণ করতে হবে। দুই তারকা ক্রিকেটারকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড। দু’জনেই টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। শুধু এক দিনের ক্রিকেট খেলেন। তাই সেই ফরম্যাটে খেলতে হবে তাঁদের।

Advertisement

আপাতত রোহিত এবং কোহলির সামনে রয়েছে বিজয় হজারে ট্রফি, যা শুরু ২৪ ডিসেম্বর থেকে। দক্ষিণ আফ্রিকা সিরিজ় (৩-৯ ডিসেম্বর) এবং নিউ জ়িল্যান্ড সিরিজ়ের (১১-১৮ জানুয়ারি) মাঝে এই প্রতিযোগিতা রয়েছে। তবে রোহিত এবং কোহলি চাইলে ঘরোয়া ক্রিকেটের অন্য ফরম্যাটেও খেলতে পারেন।

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, রোহিত ইতিমধ্যেই মুম্বই ক্রিকেট সংস্থাকে জানিয়ে দিয়েছেন, তিনি বিজয় হজারেতে খেলবেন। কোহলিকে নিয়ে জল্পনা রয়েছে। তিনি লন্ডনেই থাকছেন এখন। অস্ট্রেলিয়া থেকে সিরিজ়‌ খেলে লন্ডনেই ফিরে গিয়েছেন। শুধু বিজয় হজারে খেলার জন্য তিনি লন্ডন থেকে ভারতে এসে থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

বোর্ডের এক সূত্র বলেছেন, “বোর্ড এবং দল পরিচালন সমিতির তরফে দুই ক্রিকেটারকেই জানিয়ে দেওয়া হয়েছে, ভারতের হয়ে খেলতে গেলে ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে। যেহেতু দু’জনেই দুটো ফরম্যাট থেকে অবসর নিয়েছে, তাই ম্যাচ ফিট থাকতে ঘরোয়া ক্রিকেটে খেলা ছাড়া উপায় নেই।”

রোহিত এবং কোহলি দু’জনেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর সেই ফরম্যাট থেকে অবসর নেন। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরি‌জ়‌ের পর এ বছর সাত দিনের ব্যবধানে দু’জনে টেস্টকেও বিদায় জানান। সম্প্রতি অস্ট্রেলিয়ায় গিয়ে এক দিনের সিরিজ় খেলেছেন তাঁরা। রোহিতের একটি অর্ধশতরান এবং শতরান রয়েছে। কোহলি প্রথম দুই ম্যাচে শূন্য করলেও শেষ ম্যাচে অপরাজিত ৮৭ করেন এবং রোহিতের সঙ্গে জুটি বেঁধে দলকেও জেতান। তবু জাতীয় দলে নিশ্চিত নন কেউই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement