Rahul Dravid

এক দিনের বিশ্বকাপের পর ইস্তফা দিতে চেয়েছিলেন দ্রাবিড়, রোহিতের একটি কথায় মত বদলান কোচ

টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রোহিত শর্মার লক্ষ্য ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ। ২০২৩ সালের আক্ষেপ মেটাতে চান তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ১৬:৫৫
Share:

(বাঁ দিকে) রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র।

২০২৩ সালে এক দিনের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারত। গোটা প্রতিযোগিতায় অপরাজিত থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটা জিততে পারেননি রোহিত শর্মারা। সেই হতাশায় ভারতীয় দলের দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। তাঁকে থেকে যেতে রাজি করিয়েছিলেন রোহিত শর্মারা।

Advertisement

রোহিত মনে করেন, দ্রাবিড় থেকে যেতে রাজি হয়েছিলেন বলেই তাঁরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পেরেছিলেন। জিয়োহটস্টারকে দেওয়া এ সাক্ষাৎকারে রোহিত বলেছেন, ‘‘২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর রাহুল ভাই ইস্তফা দিতে চেয়েছিলেন। আমরা তখন বলেছিলাম, ঠিক ছ’মাস পরে আর একটা বিশ্বকাপ রয়েছে। আমরা সকলে মিলে এত দূর এসেছি। আমাদের আর এক বার চেষ্টা করি উচিত। আমাদের অনুরোধে থেকে রাজি হয়েছিলেন রাহুল ভাই। খুব খুশি হয়েছিলাম। আমি নিশ্চিত রাহুল ভাই এখনও মনে করেন, সে দিন আমাদের কথায় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন।’’

দ্রাবিড়কে বিদায়ী উপহার হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিতে পেরে তৃপ্ত রোহিত। তিনি বলেছেন, ‘‘ব্যক্তিগত ভাবে আমার কাছে বিশ্বকাপ জয়টা খুব আবেগের ছিল। ক্রিকেটের এই ফরম্যাটটাই আমাকে ক্রিকেটার হিসাবে পরিচিতি দিয়েছিল। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলাম। ২০২৪ সালে আবার আমরা ট্রফি জিতলাম। আমার ক্রিকেটজীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হয়েছে। অসাধারণ অনুভূতি।’’

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেন রোহিত। গত আইপিএলের মাঝে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন। রোহিতের এখন লক্ষ্য ২০২৭ সালে এক দিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া। ২০২৩ সালের আক্ষেপ মেটাতে চান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement