ICC T20I Team Of Year 2024

আইসিসি-র বর্ষসেরা টি২০ দলের অধিনায়ক রোহিত, জায়গা হল বুমরাহের, নেই কোহলি

বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আইসিসি। দলে রয়েছেন রোহিত শর্মা-সহ চার জন ভারতীয়। রোহিত সেই দলের অধিনায়ক। সুযোগ পাননি বিরাট কোহলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১৬:৫৭
Share:

টি২০ বিশ্বকাপ ট্রফি হাতে বিরাট কোহলি (বাঁ দিকে) ও রোহিত শর্মা। —ফাইল চিত্র।

অধিনায়ক হিসাবে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন রোহিত শর্মা। স্বাভাবিক ভাবেই আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন তিনি। সেই দলেরও অধিনায়ক রোহিত। তিনি ছাড়া আরও তিন জন ভারতীয় জায়গা পেয়েছেন বর্ষসেরা দলে। সুযোগ পাননি বিরাট কোহলি।

Advertisement

আইসিসির বর্ষসেরা দলে যে চার জন ভারতীয় ক্রিকেটার সুযোগ পেয়েছেন তাঁদের মধ্যে রোহিত ছাড়া রয়েছেন জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ড্য ও অর্শদীপ সিংহ। রোহিত নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিশ্বকাপে ভাল খেলেছেন। প্রায় প্রতিটি ম্যাচে ভারতকে ভাল শুরু দিয়েছেন তিনি। আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। পাওয়ার প্লে কাজে লাগিয়েছেন। বিশেষ করে নক আউট প্রতিযোগিতায় রোহিতের ব্যাটিং নজর কেড়েছে। তিনি থাকায় কোহলির ব্যর্থতা সমস্যায় ফেলেনি ভারতকে।

বুমরাহ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। অর্শদীপ প্রতিযোগিতায় সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। হার্দিকও ভাল খেলেছেন। বিশ্বকাপের ফাইনালে হেনরিখ ক্লাসেনের উইকেট নিয়ে খেলার ছবি বদলে দিয়েছেন। শেষ ওভারেও বল করেছেন হার্দিক। তাই অলরাউন্ডারের তালিকায় জায়গা পেয়েছেন তিনি।

Advertisement

বিশ্বকাপে ফাইনাল বাদে রান পাননি কোহলি। একের পর এক ম্যাচে পাওয়ার প্লে-তে আউট হয়েছেন। তার পরেও তাঁকে খেলিয়ে গিয়েছে ভারত। ফাইনালে যখন রোহিতেরা রান পাননি, সেখানে ৭৬ রান করেছেন কোহলি। নইলে ভারত ফাইনাল জিততে পারত না। ফাইনালে ম্যাচের সেরাও হয়েছেন কোহলি। কিন্তু ওই একটি ইনিংসের জন্য টি-টোয়েন্টির বর্ষসেরা দলে জায়গা পাননি কোহলি।

আইসিসির দলে নেই দক্ষিণ আফ্রিকার কোনও ক্রিকেটার। বিশ্বকাপের রানার্স দলের কোনও ক্রিকেটারের জায়গা না পাওয়ার অর্থ, শুধু বিশ্বকাপ নয়, গোটা বছরের খেলার দিকে নজর রেখেছে আইসিসি। সারা বছর যাঁরা ভাল খেলেছেন, তাঁরাই জায়গা পেয়েছেন।

১১ জনের দলে সবচেয়ে বেশি চার জন ক্রিকেটার ভারতের। বাকি সাতটি দেশ থেকে সাত জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। তাঁরা হলেন— অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড, ইংল্যান্ডের ফিল সল্ট, পাকিস্তানের বাবর আজ়ম, ওয়েস্ট ইন্ডিজ়ের নিকোলাস পুরান, জ়িম্বাবোয়ের সিকন্দর রাজা, আফগানিস্তানের রশিদ খান ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গ।

আইসিসির বর্ষসেরা টি২০ দল: রোহিত শর্মা (অধিনায়ক), ট্রেভিস হেড, ফিল সল্ট, বাবর আজ়ম, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), সিকন্দর রাজা, হার্দিক পাণ্ড্য, রশিদ খান, ওয়ানিন্দু হাসরঙ্গ, জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিংহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement