Rohit Sharma

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই সপরিবার ছুটিতে মলদ্বীপে গেলেন রোহিত, মুম্বই দলে যোগ দেবেন কবে?

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেশে ফিরেছেন কিছু দিন আগেই। মাঝের বিরতিতে ছুটি কাটাতে গেলেন রোহিত শর্মা। পরিবার নিয়ে মলদ্বীপে গিয়েছেন ভারতের অধিনায়ক। সেই ছবি পোস্ট করেছেন নিজেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ২২:৩৪
Share:

স্ত্রী রিতিকা (ডান দিকে) এবং মেয়ে সামাইরার (মাঝে) সঙ্গে রোহিত। ছবি: সমাজমাধ্যম।

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেশে ফিরেছেন কিছু দিন আগেই। মাঝের বিরতিতে ছুটি কাটাতে গেলেন রোহিত শর্মা। পরিবার নিয়ে মলদ্বীপে গিয়েছেন ভারতের অধিনায়ক। সেই ছবি পোস্ট করেছেন নিজেই।

Advertisement

স্ত্রী রিতিকা, কন্যা সামাইরা এবং পুত্র অহানকে নিয়ে মলদ্বীপে গিয়েছেন রোহিত। শুক্রবার একাধিক ছবি পোস্ট করেছেন সমাজমাধ্যমে। সেখানে ছুটি কাটানোর বিভিন্ন মুহূর্ত দেখা গিয়েছে। কখনও বিলাসবহুল জাহাজে, কখনও সমুদ্রসৈকতে আবার কখনও স্ত্রী-সন্তানকে হোটেলের রাস্তায় হাঁটতে দেখা গিয়েছে।

আইপিএলের প্রায় সব দলই অনুশীলন শুরু করে দিয়েছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলে যাঁরা ছিলেন তাঁদের অনেকে একটু দেরি করে শিবিরে যোগ দেবেন। যেমন কলকাতা দলে এখনও যোগ দেননি বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা। রোহিতও তেমনই একটু লম্বা বিরতি নিয়েছেন। আগামী সপ্তাহেই মুম্বই দলে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

Advertisement

আইপিএলে প্রথম ম্যাচেই বড় প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই। ২৩ মার্চ চিদম্বরম স্টেডিয়ামে তাঁদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। এর পর ২৯ মার্চ অহমদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলবে তারা। ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলবে ৩১ মার্চ, কেকেআরের বিরুদ্ধে।

রোহিত বিশ্রাম নিলেও অধিনায়ক হার্দিক পাণ্ড্য সে পথে হাঁটেননি। তিনি ইতিমধ্যেই মুম্বই শিবিরে যোগ দিয়েছেন। তাঁকে মহিলাদের প্রিমিয়ার লিগের মুম্বই ইন্ডিয়ান্স দলের ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement