Sachin Tendulkar

কিশোরীর ব্যাটিংয়ের ভিডিয়োয় মোহিত সচিন

ভিডিয়োয় দেখা গিয়েছে, সেই মেয়ে অবিশ্বাস্য সব শট মারছে। যা দেখে কুড়ির ক্রিকেটে সাম্প্রতিক সময়ের বিস্ময় সূর্যকুমার যাদবের কথাও অনেকের মনে পড়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৫৬
Share:

সচিন তেন্ডুলকর। ফাইল চিত্র।

এক কিশোরীর ব্যাটিং দেখে মোহিত কিংবদন্তি সচিন তেন্ডুলকর! প্রাক্তন তারকা এই গ্রাম্য-কন্যার ব্যাটিংয়ের ভাইরাল হওয়া ভিডিয়ো প্রথমে দেখেন। যা দেখে তিনি নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি।

ভিডিয়োয় দেখা গিয়েছে, সেই মেয়ে অবিশ্বাস্য সব শট মারছে। যা দেখে কুড়ির ক্রিকেটে সাম্প্রতিক সময়ের বিস্ময় সূর্যকুমার যাদবের কথাও অনেকের মনে পড়েছে। সচিন টুইটারে লিখেছেন, ‘‘কালই তো নিলাম হয়েছে...আর আজ ম্যাচও শুরু হয়ে গেল? কী দারুণ ব্যাপার! সত্যিই তোমার ব্যাটিং উপভোগ করেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন