Jasprit Bumrah

বুমরাহের সীমাবদ্ধতা কী? ফাঁস হরভজনের টেলিভিশন অনুষ্ঠানে!

প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ এবং তাঁর স্ত্রী গীতা বসরা ‘হু ইজ দ্য বস’ নামে একটি অনুষ্ঠান সঞ্চালনা করছেন। সেই অনুষ্ঠানে অতিথি ছিলেন সস্ত্রীক জসপ্রীত বুমরাহ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ২০:৫০
Share:

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

জসপ্রীত বুমরাহকে সমীহ করেন না, এমন ব্যাটার বোধ হয় ক্রিকেট দুনিয়ায় এখন নেই। ভারতের অন্যতম সেরা জোরে বোলার এক জনকেই সমীহ করে চলেন। একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে ফাঁস হয়ে গিয়েছে বুমরাহের ‘সীমাবদ্ধতা’।

Advertisement

প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ এবং তাঁর স্ত্রী গীতা বসরা ‘হু ইজ দ্য বস’ নামে একটি অনুষ্ঠান সঞ্চালনা করছেন। সেই অনুষ্ঠানে অতিথি ছিলেন সস্ত্রীক বুমরাহ। প্রচারের অংশ হিসাবে অনুষ্ঠানের সামান্য অংশ সম্প্রচার করা হচ্ছে সংশ্লিষ্ট চ্যানেলে। যে অংশে বুমরাহকে নিয়ে রসিকতা করেছেন তাঁর স্ত্রী সঞ্জনা গণেশন। বিশেষ উত্তর দিতে পারেননি বুমরাহ।

ওই অংশে বিয়ের আগের একটি মজার ঘটনার কথা বলেছেন সঞ্জনা। তিনি জানিয়েছে, বুমরাহ তাঁকে পালিয়ে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন। সঞ্জনা বলেছেন, ‘‘ওর পালিয়ে বিয়ের প্রস্তাব শুনে বলেছিলাম, তুমি তো বল করার সময় রান আপেই দৌড়াও না। আমাকে নিয়ে আবার কী পালাবে?’’

Advertisement

সঞ্জনার রসিকতার কোনও জবাব বুমরাহকে দিতে দেখা যায়নি সম্প্রচারের ওই অংশে। তা নিয়েই শুরু হয়েছে আর এক জল্পনা। তা হলে কি বিশ্বের তাবড় ব্যাটারদের ঘুম উড়িয়ে দেওয়া জোরে বোলার সমীহ করে চলেন স্ত্রীকে! ২০২১ সালের মার্চে বুমরাহ-সঞ্জনার বিয়ে হয়। পেশায় সঞ্জনা ক্রিকেট উপস্থাপক। পেশার সূত্রেই তাঁর আলাপ হয় বুমরাহের সঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement