নাসিম শাহ। ছবি: এক্স।
পাকিস্তানের জোরে বোলার নাসিম শাহের বাড়িতে দুষ্কৃতীদের হামলা। তাঁর বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় হতাহতের খবর নেই। নাসিমের পরিবারের সদস্যেরা আতঙ্কিত। তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজ।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের মায়ার এলাকায় নাসিমের বাড়ির চত্বরে সোমবার রাত ১.৪৫ মিনিট নাগাদ কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ঢোকার চেষ্টা করে। ঢুকতে না পেরে বাড়ির সদর দরজা লক্ষ্য করে খানিকক্ষণ এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। কারা এবং কেন পাক ক্রিকেটারের বাড়িতে হামলা চালিয়েছে, তা নিয়ে দ্বন্দ্বে লোয়ার ডির পুলিশ।
প্রাথমিক ভাবে তদন্তকারীরা মনে করছেন, জমি সংক্রান্ত বিবাদ বা সাধারণ কোনও শত্রুতা থাকতে পারে এই ঘটনার পিছনে। কোনও জঙ্গি সংগঠনের হামলা বলে মনে করছেন না তদন্তকারীরা। যদিও সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। পাখতুনখোয়া অঞ্চলে দীর্ঘদিন ধরে বালোচ লিবারেশন আর্মি-সহ একাধিক স্বাধীনতাকামী সংগঠন সক্রিয়। নাসিমের বাড়িতে হামলার পিছনে এমন কোনও সংগঠনের হাত রয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
নাসিমের পরিবারের অধিকাংশ সদস্যই এখন থাকেন ইসলামাবাদে। তবে তাঁর জন্মস্থান পাখতুনখোয়াতেও অনেকে থাকেন। বাড়িতে হামলার ঘটনার পরও দলের সঙ্গেই রয়েছেন জোরে বোলার। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার সঙ্গে এক দিনের সিরিজ় রয়েছে পাকিস্তানের।