শাহিন আফ্রিদি। —ফাইল চিত্র।
পাকিস্তানের এক দিনের ক্রিকেটের অধিনায়কের পদকে তুলনা করা হচ্ছে ‘মিউজ়িক্যাল চেয়ার’-এর সঙ্গে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তারা কারও উপরই ভরসা রাখতে পারছেন না। দু’-একটি সিরিজ়ের ফলাফল দেখেই অধিনায়ক পাল্টে দিচ্ছেন।
গত ১২ মাসে তিন বার এক দিনের ক্রিকেটে অধিনায়ক বদল করলেন মহসিন নকভিরা। সোমবার মহম্মদ রিজওয়ানকে সরিয়ে শাহিন আফ্রিদিকে এক দিনের দলের অধিনায়ক করা হয়েছে। অথচ শাহিনকে একটি মাত্র সিরিজ়ের ফল দেখেই সরিয়ে দেওয়া হয়েছিল টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে! পাকিস্তানের ক্রিকেট মহলে অভিযোগ উঠছে, নকভি কোনও অধিনায়ককেই থিতু হতে দিচ্ছেন না।
বাবর আজ়ম নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর গত অক্টোবরে অধিনায়ক করা হয়েছিল রিজ়ওয়ানকে। বছর ঘুরতে না ঘুরতেই তাঁকে সরিয়ে দায়িত্বে আনা হল শাহিনকে। সোমবার পিসিবি কর্তারা ইসলামাবাদে বৈঠকে এক দিনের দলের অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত নেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে নেতৃত্ব দেবেন শাহিন।
ঠিক কী কারণে রিজ়ওয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কারণ এক দিনের দলের অধিনায়ক হিসাবে শুরুটা সাফল্যের সঙ্গে করেন উইকেটরক্ষক-ব্যাটার। গত নভেম্বরে অধিনায়ক হিসাবে প্রথম সিরিজ়েই অস্ট্রেলিয়ার মাটিতে জয় ২-১ ব্যবধানে জয় পেয়েছিলেন রিজ়ওয়ান। ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে কোনও সিরিজ় জিতেছিল পাকিস্তান। তার পর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল রিজ়ওয়ানের দল। জ়িম্বাবোয়েকে ২-১ ব্যবধানে হারায় পাকিস্তান। তবে গত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ়ের ফাইনালে নিউ জ়িল্যান্ডের কাছে হেরে গিয়েছিল পাকিস্তান। পরে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ড থেকে বিদায় নেন রিজ়ওয়ানেরা। ওয়েস্ট ইন্ডিজ় সফরে গিয়েও রিজ়ওয়ানের দলকে ১-২ ব্যবধানে হারতে হয়। গত ৩৪ বছরে প্রথম বার ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে এক দিনের সিরিজ়ে হারের পরই অধিনায়কের উপর আস্থা হারান পিসিবি কর্তারা।
টানা ব্যর্থতার জন্য রিজ়ওয়ানকে সরানো হলেও শাহিনকে অধিনায়ক করার যুক্তি খুঁজে পাচ্ছেন না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের একাংশ। নিউ জ়িল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ়ে ১-৪ ব্যবধান হেরেছিল শাহিনের দল। সেই সফরে তাঁর নেতৃত্বের সমালোচনা হয়েছিল। স্বভাবতই তাঁকে আবার দায়িত্ব দেওয়ার যুক্তি খুঁজে পাচ্ছেন না তাঁরা। ১২ মাসে তিন বার অধিনায়ক বদলও যুক্তিহীন মনে হচ্ছে তাঁদের।