Vijay Hazare trophy

গুরু দায়িত্ব চোটমুক্ত শ্রেয়সকে, বিজয় হজারেতে অধিনায়ক করে দেওয়া হল মুম্বইয়ের ব্যাটারকে

অস্ট্রেলিয়া সফরে পেটে চোট পেয়েছিলেন শ্রেয়স আয়ার। তার পর মঙ্গলবার প্রথম কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন তিনি। বিজয় হজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে বিশেষ ভূমিকায় দেখা যাবে তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৭:০৩
Share:

শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।

গত অস্ট্রেলিয়া সফরে পেটে চোট পাওয়ার পর আগামী মঙ্গলবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন শ্রেয়স আয়ার। মুম্বইয়ের হয়ে খেলবেন বিজয় হজারে ট্রফির ম্যাচ। তার আগে ভারতের এক দিনের দলের সহ-অধিনায়ককে বিশেষ দায়িত্ব দিলেন মুম্বইয়ের নির্বাচকেরা।

Advertisement

ঘরোয়া ৫০ ওভারের প্রতিযোগিতায় এক দিন মুম্বইকে নেতৃত্ব দিচ্ছিলেন শার্দূল ঠাকুর। চোট সারিয়ে শ্রেয়স দলে ফিরতেই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন মুম্বইয়ের নির্বাচকেরা। বিজয় হজারে ট্রফির ম্যাচে মঙ্গলবার মুম্বইকে নেতৃত্ব দেবেন শ্রেয়স। মুম্বইয়ের হয়ে একটিই ম্যাচ খেলার কথা শ্রেয়সের। তবু তাঁকে দায়িত্ব দেওয়ার কারণ সাদা বলের ক্রিকেটে শ্রেয়সই মুম্বইয়ের নিয়মিত অধিনায়ক।

মঙ্গলবার মুম্বইয়ের হয়ে খেলার পর ভারতীয় শিবিরে যোগ দেওয়ার কথা শ্রেয়সের। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে তিনি ভারতীয় দলের সহ-অধিনায়ক। তবে ভারতের জার্সি পরে আগামী রবিবার তাঁর মাঠে নামা নির্ভর করবে মঙ্গলবারের ম্যাচের উপর। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেডিক্যাল টিম ম্যাচ ফিট ঘোষণা করলেও পেটের চোট মুক্ত হওয়ার পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন শ্রেয়স। পুরো ৫০ ওভারের ম্যাচ খেলতে কোনও সমস্যা হচ্ছে কিনা, তা দেখে শ্রেয়সকে চূড়ান্ত ছাড়পত্র দেবেন তাঁরা। তাই ভারতীয় দলে শ্রেয়সকে শর্তসাপেক্ষে রেখেছেন অজিত আগরকরেরা। উল্লেখ্য, আগামী রবিবার প্রথম এক দিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত-নিউ জ়িল্যান্ড।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement