Manchester Super Giants

মহিলাদের আইপিএলের মাঝেই গোয়েন্‌কার দলে সই মন্ধানার, খেলবেন বিদেশের প্রতিযোগিতায়

নিলাম পর্যন্ত অপেক্ষা করতে হল না স্মৃতি মন্ধানাকে। তার আগেই সঞ্জীব গোয়েন্‌কার দলে সই করলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। এক বছর পর মন্ধানাকে আবার দেখা যাবে বিদেশের একটি প্রতিযোগিতায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৭:১৪
Share:

স্মৃতি মন্ধানা। —ফাইল চিত্র।

মহিলাদের প্রিমিয়ার লিগের মাঝেই স্মৃতি মন্ধানাকে নিজের দলে টেনে নিলেন সঞ্জীব গোয়েন্‌কা। কলকাতা শিল্পপতির দলের জার্সি গায়ে বিদেশের লিগে খেলবেন ভারতের মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক। সতীর্থ হিসাবে পাবেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং, ইংল্যান্ডের সোফি একলেস্টোনকে।

Advertisement

ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের হয়ে ‘দ্য হান্ড্রেড’ খেলবেন বাঁহাতি ওপেনার। এর আগে ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত সাদার্ন ব্রেভসের হয়ে ইংল্যান্ডে ১০০ বলের ক্রিকেটে খেলেছেন মন্ধানা। গত মরসুমে তাঁকে এই প্রতিযোগিতায় দেখা যায়নি। এ বার আবার গোয়েন্‌কার দলের হয়ে মাঠে নামবেন তিনি। নিলামের আগে সরাসরি তাঁকে সই করিয়েছেন ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস কর্তৃপক্ষ।

‘দ্য হান্ড্রেড’-এর অন্যতম সেরা ব্যাটার মন্ধানা। প্রতিযোগিতার প্রথম ব্যাটার হিসাবে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করার নজির রয়েছে তাঁর। সাদার্ন ব্রেভসের হয়ে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স নজর কেড়েছিল ক্রিকেট বিশেষজ্ঞদের। ২০২৩ সালে প্রতিযোগিতার অন্যতম সেরা ব্যাটার ছিলেন মন্ধানা। ২০২২ সালে করেছিলেন ২১১ রান। সাদার্ন ব্রেভসের সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন তিনি। স্বভাবতই ইংল্যান্ডের এই প্রতিযোগিতায় বাড়তি চাহিদা রয়েছে ভারতের ২৯ বছরের ব্যাটারের। চলতি ডব্লিউপিএলেও ভাল ফর্মে রয়েছেন মন্ধানা।

Advertisement

আগামী ২১ জুলাই থেকে শুরু হবে মহিলাদের ‘দ্য হান্ড্রেড’। প্রতিযোগিতার ফাইনাল ১৬ অগস্ট। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এ বার হবে ইংল্যান্ডে। তার পর ইংল্যান্ডের সঙ্গে একটি টেস্ট রয়েছে ভারতের। জাতীয় দলের সফর শেষ হওয়ার পর ইংল্যান্ডেই থেকে যাবেন মন্ধানা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement