Sourav Ganguly

Sourav Ganguly: দল হেরে গেল, কিন্তু ব্যাট হাতে ফের ইডেন মাতিয়ে দিলেন সৌরভ

বোর্ড সভাপতি একাদশ বনাম বোর্ড সচিব একাদশ ম্যাচে ফের ব্যাট হাতে দেখা গেল সৌরভকে। তবে দল হেরে গেল এক রানে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ২০:৫৯
Share:

ফের নেতা সৌরভকে দেখল ইডেন। ছবি সিএবি

সেই পরিচিত কাট। সেই পরিচিত কভার ড্রাইভ। সেই চেনা মেজাজে এগিয়ে এসে মাঠের বাইরে বল উড়িয়ে দেওয়া। শুক্রবার সন্ধ্যায় যেন পুরনো দিন মনে করিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ড সভাপতি একাদশ বনাম বোর্ড সচিব একাদশ ম্যাচে ফের ব্যাট হাতে দেখা গেল সৌরভকে। তবে দল হেরে গেল এক রানে।

Advertisement

টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন বোর্ড সচিব দলের অধিনায়ক জয় শাহ। নির্ধারিত ১৫ ওভারে তারা ৩ উইকেট হারিয়ে ১২৮ তোলে। বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল ৩৫ এবং জয়দেব শাহ ৪০ রান তোলেন। জয় শাহ অপরাজিত থাকেন ১০ রানে। জবাবে শুরুটা ভালই করেছিল সভাপতি একাদশ। প্রথম উইকেটেই উঠে যায় ৫০ রান। সিএবি সভাপতি ১৫ রান এবং বিজয় পাটিল ২১ রান করেন। কিন্তু দু’জনেই রান আউট হয়ে যাওয়ায় আচমকা চাপে পড়ে যায় সভাপতি একাদশ।

ব্যাটার সৌরভ, বোলার জয় শাহ। ছবি সিএবি

ব্যাট হাতে আজহার ছবি সিএবি

এরপরই দেবজিৎ সইকিয়া এবং সৌরভ জুটি বাঁধেন। অফ ড্রাইভ, কাট এবং ছক্কার সাহায্যে ৩৫ রান করেন সৌরভ। দেবজিৎ ১৫ রানে আউট হন। বল হাতে দুর্দান্ত খেললেন জয় শাহ। তিন উইকেট নিয়ে সভাপতি একাদশের মিডল অর্ডার কার্যত একার হাতে ধসিয়ে দেন। ৩৫ রানে যখন সৌরভ অবসৃত আউট হন, তখনও জয়ের জন্য ২ ওভারে ১৪ রান বাকি। কিন্তু সঞ্জয় বর্মা (অপরাজিত ৮) এবং রিয়াজ রজাক (অপরাজিত ৫) মাত্র ১২ রান তোলেন। ১২৭ রানে থামে সভাপতি একাদশের ইনিংস।

Advertisement

ব্যাট করার সময় সিএবি সভাপতি অভিষেক ছবি সিএবি

বল করছেন সৌরভ ছবি সিএবি

শনিবার শহরে রয়েছে বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেখানে থাকবেন প্রত্যেকে। দক্ষিণ আফ্রিকা সফরের ভবিষ্যৎ সেখানেই নির্ধারিত হয়ে যাওয়ার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন