দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ৫১ রানে হারিয়ে সিরিজ়ে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার একই সঙ্গে একটি রেকর্ডও গড়েছেন এডেন মার্করামেরা। তাঁরা ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের যৌথ নজির।
মুল্লানপুরে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩তম জয় পয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০ ওভারের ক্রিকেটে দু’দেশের ৩৩তম ম্যাচ ছিল বৃহস্পতিবার। আর কোনও দেশ ভারতকে একগুলি টি-টোয়েন্টি ম্যাচে হারাতে পারেনি। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এত দিন পর্যন্ত যৌথ ভাবে ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার দখলে। বৃহস্পতিবার দু’দেশকে টপকে শীর্ষে উঠে এসেছে প্রোটিয়ারা।
অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকল। দু’দেশই ১২টি করে টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে হারিয়েছে। অস্ট্রেলিয়া-ভারত মুখোমুখি হয়েছে ৩৭টি ম্যাচে। ইংল্যান্ডের সঙ্গে ভারত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ২৯টি। সেই হিসাবে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
তাদের পর যৌথ ভাবে নিউ জ়িল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ়। এই দু’দেশের কাছে ১০টি করে টি-টোয়েন্টি ম্যাচ হেরেছে ভারত। কিউয়িদের সঙ্গে ২৫টি এবং ক্যারিবিয়ানদের সঙ্গে ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত। সেই হিসাবে এগিয়ে রয়েছে নিউ জ়িল্যান্ড।
মুল্লানপুরের ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২১৩ রান করে দক্ষিণ আফ্রিকা। ৫টি চার এবং ৭টি ছয়ের সাহায্যে ৪৬ বলে ৯০ রান করেন কুইন্টন ডি কক। জবাবে ১৯.১ ওভারে ১৬২ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ২টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে ৩৪ বলে ৬২ রান করেন তিলক বর্মা। ২৪ রানে ৪ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার ওটনেল বার্টম্যান।