England vs South Africa

এক দিনের ক্রিকেটে বিশ্বরেকর্ড, ২৬ বছরের ব্যাটারের নজির, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় জয় দক্ষিণ আফ্রিকার

এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় জয় নিশ্চিত করে ফেলল দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার লর্ডসের ২২ গজে নজির গড়লেন দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিৎজ়কে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪২
Share:

ম্যাথু ব্রিৎজ়কে। ছবি: এক্স।

এক দিনের ক্রিকেটে বিশ্বরেকর্ড দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিৎজ়কের। ২৬ বছরের ব্যাটার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ৭৭ বলে ৮৫ রানের ইনিংস খেলেছেন। তাঁর এই ইনিংসই তৈরি করেছে নতুন নজির।

Advertisement

জীবনের প্রথম পাঁচটি এক দিনের ম্যাচেই ৫০ বা তার বেশি রানের ইনিংস খেললেন ব্রিৎজ়কে। ৫০ ওভারের ক্রিকেটের ইতিহাসে এমন কৃতিত্ব আর কারও নেই। তাঁর পাঁচটি ম্যাচের রান যথাক্রমে ১৫০, ৮৩, ৫৭, ৮৮ এবং ৮৫। উল্লেখ্য, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে এক দিনের ক্রিকেটে অভিষেক ম্যাচে ১৫০ রান করেছিলেন তিনি।

জীবনের প্রথম এক দিনের ম্যাচ থেকেই টেম্বা বাভুমার দলকে ব্যাট হাতে ভরসা দিচ্ছেন ব্রিৎজ়কে। বৃহস্পতিবারের ম্যাচেও অন্যথা হয়নি। দল ১০ বলের ব্যবধানে ২ উইকেট হারানোর পর ব্যাট করতে নামেন তিনি। চার নম্বরে নেমে দায়িত্বশীল ইনিংস খেলে ভাল জায়গায় পৌঁছে দেন দক্ষিণ আফ্রিকাকে। তাঁর ৭৭ বলের ইনিংসে রয়েছে ৭টি চার এবং ৩টি ছক্কা।

Advertisement

ব্রিৎজ়কের ৮৫ রানের ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩৩০ রান করে। ভাল রান করেন এডেন মার্করাম (৪৯), ট্রিস্টান স্টাবসও (৫৮)। জবাবে হ্যারি ব্রুকের দলের ইনিংস শেষ হয় ৯ উইকেটে ৩২৫ রানে। জো রুট (৬১), জস বাটলার (৬১), জ্যাকব বেথেলদের (৫৮) লড়াই অবশ্য কাজে আসেনি। দ্বিতীয় এক দিনের ম্যাচ ৫ রানে জিতে তিন ম্যাচের সিরিজ়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। অর্থাৎ সিরিজ় জয় নিশ্চিত বাভুমাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement