IPL 2025

মাঠের বাইরে কোহলি বনাম রোহিত! বিরাটের সাদা জার্সির সঙ্গে পাল্লা দিতে হাজির রোহিত-মুখোশ

রোহিতকে সম্মান জানাতে বুধবার ওয়াংখেড়েতে বিশেষ মুখোশের ব্যবস্থা করেছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিতের মুখ দিয়ে মুখোশে বানানো হয়েছে। ওয়াংখেড়ে জুড়ে রোহিতের মুখ দেখা যেতে পারে বুধবার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৯:১৩
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

টেস্ট থেকে অবসর নেওয়ার পর প্রথম বার খেলতে নামছেন রোহিত শর্মা। তাঁকে সম্মান জানাতে বুধবার ওয়াংখেড়েতে বিশেষ মুখোশের ব্যবস্থা রাখছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার মুখ বসানো হয়েছে সেই মুখোশে। ওয়াংখেড়ে জুড়ে রোহিতের মুখ দেখা যেতে পারে বুধবার।

Advertisement

সম্প্রতি ওয়াংখেড়ের একটি স্ট্যান্ডের নাম বদলে রোহিতের নামে করা হয়েছে। তাঁর উপস্থিতিতেই উদ্বোধন হয়েছে সেই স্ট্যান্ডের। বুধবার সেই মাঠেই খেলতে নামছেন রোহিত। সেই মাঠ জুড়ে তাঁর মুখোশ পরে দর্শকেরা থাকতে পারেন।

১৭ মে বেঙ্গালুরুতে ম্যাচ ছিল বিরাট কোহলির। তিনিও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তাঁকে সম্মান জানাতে দর্শকেরা সাদা জার্সি পরে মাঠে গিয়েছিলেন। কিন্তু বৃষ্টির কারণে খেলা বাতিল হয়ে যাওয়ায় কোহলিকে নিয়ে সেই উন্মাদনা টিভিতে দেখা সম্ভব হয়নি। বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খেলা হলে রোহিতের ঘরের মাঠে তাঁকে নিয়ে উচ্ছ্বাস তৈরি হবে তা বলাই যায়।

Advertisement

বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে দিল্লি ক্যাপিটালসের। দুই দলই প্লে-অফে ওঠার লড়াইয়ে রয়েছে। মুম্বই জিতলে তারা বুধবারই যোগ্যতা অর্জন করে ফেলবে। দিল্লি জিতলে অপেক্ষা করতে হবে পরের ম্যাচের জন্য। দুই দলেরই শেষ ম্যাচ পঞ্জাব কিংসের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement