Sri Lanka

Bangladesh vs Sri Lanka: আগামী মাসে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে যাবে শ্রীলঙ্কা

গত মাসেই ভারতের বিরুদ্ধে দু’টেস্টের সিরিজে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি শ্রীলঙ্কা। অন্য দিকে দক্ষিণ আফ্রিকা সফরে চমকে দিয়েছে বাংলাদেশ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ১৯:৩৮
Share:

মে মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। —ফাইল ছবি

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। আগামী মাসেই বাংলাদেশ সফরে যাবেন দিমুথ করুণারত্নেরা। দু’টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।

২০২১ সালের পর আবার বাংলাদেশ সফরে যাচ্ছে শ্রীলঙ্কা। এবার অবশ্য সীমিত ওভারের ক্রিকেট নয় টেস্ট সিরিজ খেলবে দু’দল। ১৫ মে থেকে প্রথম টেস্ট শুরু হবে চট্টগ্রামে। দ্বিতীয় টেস্ট ২৩ মে থেকে ঢাকায়। এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Advertisement

আইসিসি টেস্ট ক্রমতালিকায় এই মুহুর্তে পঞ্চম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ রয়েছে অষ্টম স্থানে। গত মাসেই ভারতের বিরুদ্ধে দু’টেস্টের সিরিজে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি শ্রীলঙ্কা। অন্য দিকে দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারে ক্রিকেটে চমকে দিয়েছে বাংলাদেশ। টেস্ট সিরিজেও ভাল লড়াই করছেন মোমিনুল হকরা। ফলে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

২০২১ সালের তিনটি এক দিনের ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে যায় শ্রীলঙ্কা। সেই সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই ফলও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে আত্মবিশ্বাস দেবে বাংলাদেশকে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন