Ashen Bandara

গাড়ি রাখা নিয়ে বচসা, হেনস্থা! গ্রেফতার শ্রীলঙ্কার জাতীয় দলের ক্রিকেটার

এক প্রতিবেশীর বাড়ির সামনে গাড়ি রাখায় আপত্তি জানান সেই ব্যক্তি। গাড়ি সরাতে বললে মেজাজ হারান জাতীয় দলের ক্রিকেটার। শুরু হয় বচসা। ক্রিকেটার শারীরিক হেনস্থা করেছেন বলে অভিযোগ তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৭:২৯
Share:

আশিন বান্দারা। ছবি: এক্স (টুইটার)।

গাড়ি রাখা নিয়ে ঝামেলা। বাড়িতে প্রতিবেশীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার হলেন শ্রীলঙ্কার ক্রিকেটার আশিন বান্দারা। থানা থেকেই জামিন পেয়ে গিয়েছেন তিনি। তবে আগামী ১২ মার্চ তাঁকে আদালতে হাজিরা দিতে হবে।

Advertisement

শ্রীলঙ্কার পিলিয়ান্ডালার কোলামুন্না এলাকার। সেখানকারই বাসিন্দা বান্দারা। তিনি রাস্তায় গাড়ি রাখায় আপত্তি জানান এক প্রতিবেশী। সেই ব্যক্তির অভিযোগ ছিল, গাড়িটি বাড়ির ঠিক সামনে রাস্তার খানিকটা জায়গা জুড়ে থাকায় যাতায়াতে অসুবিধা হচ্ছে। সেই ব্যক্তি গাড়িটি সরিয়ে নেওয়ার অনুরোধ করেন বান্দারাকে। তাতেই মেজাজ হারান শ্রীলঙ্কার ক্রিকেটার। গাড়ি রাখা নিয়ে দু’জনে জড়িয়ে পড়েন বচসায়। বান্দারা বচসার সময় শারীরিক হেনস্থা করেছেন বলে পুলিশের কাছে অভিযোগ করেন সেই প্রতিবেশী। বান্দারা তাঁর বাড়িতে একাধিক বার ঢুকে পড়েন বলেও অভিযোগ। তাঁর অভিযোগের ভিত্তিতে বান্দারকে গ্রেফতার করে পুলিশ।

শ্রীলঙ্কার ক্রিকেটারকে থানায় নিয়ে যাওয়া হয়। কথা বলার পর থানা থেকেই জামিন পেয়ে যান তিনি। তবে প্রতিবেশীর করা মামলার শুনানিতে হাজিরা দিতে ১২ মার্চ আদালতে উপস্থিত থাকতে হবে ২৬ বছরের ক্রিকেটারকে।

Advertisement

জাতীয় দলের সদস্য এমন বিতর্কে জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ শ্রীলঙ্কা ক্রিকেট (সে দেশের ক্রিকেট বোর্ড)। সিইও অ্যাশলে ডি সিলভা বলেছেন, ‘‘বান্দারার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে শ্রীলঙ্কার ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। তেমন হলে বান্দারার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। এই ধরনের আচরণ সমর্থনযোগ্য নয়।’’ তিনি আরও জানিয়েছেন, ‘‘এমন ঘটনার সঙ্গে জড়াতে চায় না শ্রীলঙ্কা ক্রিকেট। এর সঙ্গে ক্রিকেটের কোনও সম্পর্ক নেই। তবে অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে আলাদা করে তদন্ত করবে শ্রীলঙ্কা ক্রিকেটও।’’

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বান্দারার। দেশের হয়ে এখনও পর্যন্ত ছ’টি এক দিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তরুণ ক্রিকেটার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement