Suburban Club

সিএবি প্রথম ডিভিশনে যোগ্যতা অর্জন সুবারবানের

ইডেনে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে প্রথমে ব্যাট করে সুবারবান ক্লাব। ৪৯ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৮৪ রান তোলে তারা। শতরান করেন অলোক প্রতাপ সিংহ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ০৮:৫৬
Share:

—প্রতীকী চিত্র।

সিএবির দ্বিতীয় ডিভিশনের ফাইনালে বেহালা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের বিরুদ্ধে ৯৭ রানে জিতল সুবারবান ক্লাব। এই ম্যাচ জেতার ফলে সিএবির প্রথম ডিভিশনে যোগ্যতা অর্জন করল সুবারবান ক্লাব।

ইডেনে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে প্রথমে ব্যাট করে সুবারবান ক্লাব। ৪৯ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৮৪ রান তোলে তারা। শতরান করেন অলোক প্রতাপ সিংহ। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের ইনিংস আত্মবিশ্বাস বাড়ায় সুবারবান শিবিরে। আরও এক অভিজ্ঞ বাঁ-হাতি ব্যাটসম্যান প্রতীক দত্ত ৫৪ রান করে যান। ৪৫ রানে অপরাজিত থাকেন দীপক প্রসাদ।

জবাবে ৪০ ওভারে ২৩৩ রানের লক্ষ্য ছিল বেহালা ফ্রেন্ডসের সামনে। কিন্তু ৪০ ওভারে ১৩৫-৮ স্কোরে আটকে যায় বেহালা ফ্রেন্ডস দল।

সুবারবানের হয়ে ম্যাচে সর্বোচ্চ উইকেট মনোমিত মিত্রের। ৬৪ রান দিয়ে চার উইকেট নেন তিনি। দু’টি করে উইকেট নেন অভিশান্ত ওমহম্মদ আসিফ।

দীর্ঘ দিন ধরে প্রথম ডিভিশনেই খেলত সুবারবান। কিন্তু কয়েক বছর আগে তারা দ্বিতীয় ডিভিশনে নেমে যায়। এ বার অলোক, প্রতীকের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানদের সাহায্যে আবারও প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্র পেল সুবারবান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন