IPL 2025

দল হারলেও বিশ্বরেকর্ড সূর্যকুমারের, একসঙ্গে পাঁচ জনকে ছুঁলেন মুম্বইয়ের ব্যাটার

মঙ্গলবার আইপিএলে ঘরের মাঠে গুজরাত টাইটান্সের কাছে হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে নজির গড়েছেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় ব্যাটার হিসাবে টানা ১২টি ম্যাচে ২৫ বা তার বেশি রান করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৭:৫৪
Share:

সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।

মঙ্গলবার আইপিএলে ঘরের মাঠে গুজরাত টাইটান্সের কাছে হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে নজির গড়েছেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় ব্যাটার হিসাবে টানা ১২টি ম্যাচে ২৫ বা তার বেশি রান করেছেন তিনি।

Advertisement

গুজরাতের বিরুদ্ধে ৩৫ রান করেছেন সূর্য। সেই ইনিংসের পরেই নজির গড়েছেন তিনি। টি-টোয়েন্টিতে টেম্বা বাভুমা টানা ১৩টি ম্যাচে ২৫ বা তার বেশি রান করেছিলেন। তবে ২০১৯ এবং ২০২০— দু’বছর মিলিয়ে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। সূর্যকুমার একটি বছরেই সেই কৃতিত্ব অর্জন করেছেন।

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্র্যাড হজ, দক্ষিণ আফ্রিকার জ্যাকস রুডল্‌ফ, শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা, অস্ট্রেলিয়ার ক্রিস লিন এবং দক্ষিণ আফ্রিকার কাইল মায়ার্সেরও একই নজির রয়েছে।

Advertisement

চলতি আইপিএলে বিরাট কোহলি, সাই সুদর্শন, শুভমন গিল এবং জস বাটলারের পর পঞ্চম ব্যাটার হিসাবে ৫০০ রানের গন্ডি পেরোলেন সূর্যকুমার। এই নিয়ে তৃতীয় বার এই কাজ করলেন তিনি। মুম্বইয়ের আর কোনও ব্যাটারের এই নজির নেই। সচিন তেন্ডুলকর এবং কুইন্টন ডি’কক দু’বার মরসুমে ৫০০ বা তার বেশি রান করেছেন।

এ বারের আইপিএলে সূর্যকুমারের ৫০০ রান এসেছে ১৭০ স্ট্রাইক রেটে। ৫০০-র বেশি রান করা ব্যাটারদের মধ্যে সূর্যকুমার অষ্টম ক্রিকেটার যাঁর স্ট্রাইক রেট ১৭০ বা তার বেশি। দু’বার এই কাজ করে দেখিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement