T20 World Cup 2022

আমি কি আবহাওয়া বিশেষজ্ঞ? ওদের ভাবা উচিত ছিল! তেলেবেগুনে জ্বলে উঠলেন ইংরেজ অধিনায়ক

বৃষ্টির জেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় খুশি নন ইংল্যান্ডের অধিনায়ক দস বাটলার। বৃষ্টির কারণে পর পর দুটো ম্যাচে পয়েন্ট নষ্ট হয়েছে। এটা মেনে নিতে পারছেন না তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ১৪:১২
Share:

বার বার পয়েন্ট নষ্ট করে ক্ষুব্ধ বাটলার। —ফাইল চিত্র

প্রথমে বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস নিয়মে আয়ারল্যান্ডের কাছে হারতে হয়েছে। পরে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছে। এই জোড়া ঘটনায় মোটেই খুশি নন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। তাই বৃষ্টি নিয়ে তাঁকে প্রশ্ন করতেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন তিনি। সব কিছুর জন্য অস্ট্রেলিয়াকে দায়ী করছেন তিনি।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ার পরে সাংবাদিক বৈঠকে বাটলারকে প্রশ্ন করা হয়, এই বিশ্বকাপে কি বৃষ্টির কারণে আর কোনও ম্যাচ ভেস্তে যাবে? জবাবে রেগে যান বাটলার। বলেন, ‘‘আমি তো আবহাওয়া বিশেষজ্ঞ নই। আমরা শুধু চাই পুরো ম্যাচ খেলতে। এটা ওদের ভাবা উচিত ছিল। কোন সময় কোথায় বৃষ্টি হবে সেটা ওদের জানা। তা হলে সেই অনুযায়ী সূচি করতে হত।’’

খোলা মাঠে খেলার কারণে বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করতে হয় ক্রিকেটকে। কিন্তু সেগুলি ক্রিকেটারদের মাথায় রাখা সম্ভব নয় বলেই মনে করেন বাটলার। তিনি বলেন, ‘‘আমরা খোলা মাঠে খেলি। তাই ঝড়বৃষ্টির উপর অনেক কিছু নির্ভর করে। এগুলো খেলার ফলাফল বদলে দিতে পারে। কিন্তু সেই বিষয়ে আমাদের কিছু করার নেই।’’

Advertisement

বিশ্বকাপের মতো মঞ্চে একটি ম্যাচ ভেস্তে গেলে তার প্রভাব অনেক কিছুর উপর পড়ে বলে মনে করেন বাটলার। তাঁর প্রশ্ন, সূচি তৈরির সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার সে দিকে ভাবা উচিত ছিল। তিনি বলেন, ‘‘যেটা হল তাতে লজ্জা লাগছে। কারণ, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া খেলা দেখতে অনেক দর্শক আসেন। তা ছাড়া টেলিভিশনে আরও বেশি দর্শক দেখেন। তাঁরা হতাশ হলেন। তা ছাড়া বিশ্বকাপে মাঠে নামা এক জন ক্রিকেটারের জীবনে সব থেকে বড় মুহূর্ত। বৃষ্টির জন্য কেউ খেলতে নামতেই পারল না।’’

খেলায় হার-জিত আছে। কিন্তু সেটা ক্রিকেটারদের হাতে থাকা উচিত বলে মনে করেন বাটলার। তাঁর কথায়, ‘‘যে দল ভাল খেলবে তারা জিতবে। কিন্তু সেটা তো ক্রিকেটারদের হাতে। বৃষ্টি তো ক্রিকেটারের হাতে নেই। এ ভাবে পয়েন্ট নষ্ট করলে সেমি ফাইনালে ওঠার অঙ্ক অন্য রকম হয়ে যাবে। কোনও দলই সেটা চাইবে না।’’

এর পর থেকে প্রতিটা ম্যাচই তাঁদের কাছে মরণ-বাঁচন বলে জানিয়েছেন বাটলার। ইংরেজ অধিনায়ক বলেন, ‘‘একটা ম্যাচ বৃষ্টির জন্য হেরেছি। একটা ম্যাচে পয়েন্ট নষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে বাকি দুটো ম্যাচেই আমাদের জিততে হবে। পরিস্থিতি কঠিন। কিন্তু নিজেদের উপর বিশ্বাস রাখছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন