Rohit Sharma

নেই রোহিত, জল্পনা সত্যি করে ‘বিশ্রামে’ অধিনায়ক, সিডনি টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বুমরাহই

ভারতকে শেষ টেস্টে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। প্রথম একাদশে নেই রোহিত শর্মা। বৃহস্পতিবার থেকেই জল্পনা ছিল যে, তাঁকে শেষ টেস্টে খেলানো হবে না। সেটাই সত্যি হল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ০৪:২৯
Share:

রোহিত শর্মা। ছবি: গেটি ইমেজস।

সিডনি টেস্টে টস করতে নামলেন জসপ্রীত বুমরাহ। ভারতকে শেষ টেস্টে নেতৃত্ব দেবেন তিনিই। প্রথম একাদশে নেই রোহিত শর্মা। বৃহস্পতিবার থেকেই জল্পনা ছিল যে, তাঁকে শেষ টেস্টে খেলানো হবে না। সেটাই সত্যি হল। বুমরাহ জানালেন রোহিত বিশ্রাম নিয়েছেন।

Advertisement

ভারতীয় দলে ফিরলেন শুভমন গিল। রোহিত নিজেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বুমরাহ। রোহিতের বদলে দলে এলেন শুভমন। চোটের কারণে নেই আকাশ দীপ। সেই জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণ দলে জায়গা পেয়েছেন।

বৃহস্পতিবারই জানা গিয়েছিল যে, রোহিত সিডনি টেস্ট খেলবেন না। শুক্রবার সকাল বুমরাহ ব্লেজার পরে মাঠে নামতেই স্পষ্ট হয়ে যায় সেটা। ভারতীয় পেসারই সিডনিতে নেতৃত্ব দেবেন দলকে। প্রথম টেস্টেও তিনিই নেতৃত্ব দিয়েছিলেন দলকে। সেই ম্যাচে খেলেননি রোহিত। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য ভারতে ছিলেন তিনি। সেই জন্য নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। কিন্তু শুক্রবার রোহিত সিডনিতে থাকলেও খেলবেন না।

Advertisement

ভারতের প্রথম একাদশে রোহিত বাদ যাওয়ায় যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল ওপেন করবেন। তিন নম্বরে নামবেন শুভমন। চার নম্বরে খেলবেন বিরাট কোহলি। পাঁচ নম্বরে ব্যাট করবেন উইকেটরক্ষক ঋষভ পন্থ। দলে রয়েছেন নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ।

সিডনির পিচে ঘাস রয়েছে। সেই কারণে তিন জন পেসার খেলাচ্ছে ভারত। আকাশের চোট থাকায় প্রসিদ্ধকে সুযোগ দেওয়া হয়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন তিনি। সাদা বলের ক্রিকেটে ভারতের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে প্রসিদ্ধের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement