India Vs South Africa 2025

শুভমনকে নিয়ে ধোঁয়াশার মাঝেই শুক্রবার ভারত-দক্ষিণ আফ্রিকা ‘ফাইনাল’! গম্ভীরদের দলে ঢুকতে পারেন বাংলার অলরাউন্ডার

অহমদাবাদে হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ়ের ফয়সালা। সেই ম্যাচের আগে ভারতের প্রথম একাদশে কারা থাকবেন, তা নিয়ে জোর জল্পনা চলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ০৯:০৩
Share:

ভারতের কোচ গৌতম গম্ভীর (বাঁ দিকে) ও টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।

লখনউয়ের ম্যাচ ভেস্তে যাওয়ায় টি-টোয়েন্টি সিরিজ়ে আর হারের আশঙ্কা নেই ভারতের। এখান থেকে সিরিজ়ের ফয়সালা দু’রকম হতে পারে। হয় ভারত জিতবে, নয়তো সিরিজ় ড্র হবে। ভারত চাইবে জিতেই দক্ষিণ আফ্রিকা সিরিজ় শেষ করতে। কারণ, লাল বলের সিরিজ় হেরে শুরু করেছিল ভারত। সাদা বলের জোড়া সিরিজ় জিতে তা শেষ করতে চাইবে তারা।

Advertisement

তবে অহমদাবাদে নামার আগে ভারতের সামনে সবচেয়ে বড় প্রশ্নের নাম শুভমন গিল। তিনি খেলবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দলের সঙ্গে অহমদাবাদে পৌঁছেছেন ছোট ফরম্যাটে ভারতের সহ-অধিনায়ক। তবে তাঁর খেলা নিয়ে নিশ্চয়তা নেই।

লখনউয়ে বুধবার খেলার আগে নেটে ব্যাট করছিলেন শুভমন। তখনই একটি বল তাঁর পায়ে লাগে। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। শুভমনের চোট সঙ্গে সঙ্গে পরীক্ষা করে দেখেন চিকিৎসকেরা। আর ব্যাট করেননি তিনি। খেলা শুরুর আগেই জানিয়ে দেওয়া হয়, লখনউয়ে শুভমন খেলবেন না। যদিও কুয়াশার কারণে সেই ম্যাচ হয়নি। ফলে শুভমনের বদলে কেউ খেলার সুযোগও পাননি।

Advertisement

সংবাদসংস্থা পিটিআই-কে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, শুভমনকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না তাঁরা। এই কথা থেকে স্পষ্ট, সামান্য যন্ত্রণা থাকলেও তাঁকে খেলানো হবে না। কারণ, এর আগে টেস্টে সিরিজ়েও চোট পেয়েছিলেন শুভমন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতায় প্রথম টেস্টের দ্বিতীয় দিন ঘাড়ে টান ধরেছিল শুভমনের। হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল তাঁকে। সেই টেস্টের বাকিটা ও গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে খেলেননি শুভমন। পরে এক দিনের সিরিজ়েও দলের বাইরে ছিলেন তিনি। টি-টোয়েন্টি সিরিজ়ে ফিরেছিলেন। আবার চোট পেয়েছেন ছোট ফরম্যাটে ভারতের সহ-অধিনায়ক।

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই পরিস্থিতিতে চোট নিয়ে খেলতে নামলে তা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই অহমদাবাদে শুভমনের না খেলার সম্ভাবনাই বেশি। শুভমন না খেললেও দলে ঢুকবেন সঞ্জু স্যামসন। চলতি টি-টোয়েন্টি সিরিজ়ে একটি ম্যাচেও খেলেননি তিনি। সঞ্জু ঢুকলে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করবেন।

ভারতীয় দলে আরও একটি বদল হতে পারে। জিতেশ শর্মার বদলে খেলতে পারেন বাংলার শাহবাজ় আহমেদ। সঞ্জু ঢুকলে উইকেটরক্ষক জিতেশের প্রয়োজন নেই। দলে দুই উইকেটরক্ষকের বদলে এক উইকেটরক্ষক ও এক অলরাউন্ডার বেশি পছন্দ করবেন কোচ গৌতম গম্ভীর। পাশাপাশি অক্ষর পটেল সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন। শাহবাজ় তাঁর অভাব ঢাকতে পারেন। অক্ষরের মতোই বাঁহাতি ব্যাটার তিনি। পাশাপাশি বাঁ হাতে স্পিনটাও করেন। ঘরোয়া ক্রিকেটে ছন্দে ছিলেন শাহবাজ়। ফলে আরও এক বার জাতীয় দলের জার্সি গায়ে দেখা যেতে পারে তাঁকে। ভাল খেললে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও শিকে ছিঁড়তে পারে বাংলার অলরাউন্ডারের।

ব্যক্তিগত কারণে সিরিজ়ের মাঝে বাড়ি ফিরলেও আবার দলের সঙ্গে যোগ দিয়েছেন জসপ্রীত বুমরাহ। তবে তাঁকে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। কারণ, আগের ম্যাচে হর্ষিত ভাল বল করেছেন। পাশাপাশি ব্যাটটাও করতে পারেন তিনি। ফলে তাঁকেই অর্শদীপ সিংহের সঙ্গে নতুন বল হাতে দেখা যেতে পারে।

অহমদাবাদের ভারতের সম্ভাব্য একাদশ— অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, শাহবাজ় আহমেদ, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, বরুণ চক্রবর্তী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement