IPL 2025

অহমদাবাদে বৃষ্টির পূর্বাভাস, আইপিএলের ফাইনাল ভেস্তে যেতে পারে বোর্ডের ‘ভুল’ সিদ্ধান্তে?

ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অহমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কিন্তু বৃষ্টি এড়ানো যাচ্ছে না। অহমদাবাদের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা আইপিএলের ফাইনালে বিঘ্ন ঘটাতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১২:৩১
Share:

দ্বিতীয় কোয়ালিফায়ারের দিন বৃষ্টি। অহমদাবাদে মাঠ ঢাকার মুহূর্ত। ছবি: পিটিআই।

আইপিএল ফাইনালের দিন কলকাতায় বৃষ্টির পূর্বাভাস পেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই কারণে ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অহমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কিন্তু বৃষ্টি এড়ানো যাচ্ছে না। অহমদাবাদের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা আইপিএলের ফাইনালে বিঘ্ন ঘটাতে পারে।

Advertisement

অহমদাবাদের আবহাওয়া দফতরের ডিরেক্টর অরুণকুমার দাসানে বলেছেন, “হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অহমদাবাদ এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকবে।”

মঙ্গলবার আইপিএলের ফাইনাল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পঞ্জাব কিংসের ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে। দুই দলই কখনও আইপিএল জিততে পারেনি। ফলে এ বারের আইপিএল নতুন বিজয়ী পাবে। খেলা শুরু সন্ধ্যা ৭.৩০টা থেকে। টস হবে ৭টায়। অ্যাকুওয়েদার অনুযায়ী, সেই সময় বৃষ্টির সম্ভাবনা ৫ শতাংশ। যা পরের দিকে কমে ২ শতাংশ হবে।

Advertisement

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল এক সপ্তাহ স্থগিত ছিল। আইপিএলের শুরুতে যে সূচি তৈরি করা হয়েছিল, তাতে কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল হওয়ার কথা ছিল ইডেনে। কিন্তু পরিবর্ত সূচিতে সেই দু’টি ম্যাচ দেওয়া হয় অহমদাবাদে। কলকাতায় জুনের প্রথম দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে ম্যাচ সরিয়ে দিয়েছিল বোর্ড। যদিও দ্বিতীয় কোয়ালিফায়ারের দিন (১ জুন) কলকাতায় বৃষ্টি না হলেও অহমদাবাদে হয়েছিল। যে কারণে ম্যাচ ২ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে শুরু হয়েছিল। ফাইনালেও তেমন কিছু হতে চলেছে? অহমদাবাদের আবহাওয়া দফতর তেমন ইঙ্গিতই দিচ্ছে।

বৃষ্টির কথা মাথায় রেখে ১২০ মিনিট অতিরিক্ত সময় রাখা হয়েছে ম্যাচ শেষ করার জন্য। মঙ্গলবার কোনও ভাবেই খেলা সম্ভব না হলে রয়েছে রিজ়ার্ভ ডে। একমাত্র ফাইনালের জন্যই বাড়তি একটি দিন বরাদ্দ রেখেছে বিসিসিআই। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার অহমদাবাদে বৃষ্টির সম্ভাবনা নেই। যা আশায় রাখবে দু’দলকে। তবে দ্বিতীয় দিনও বৃষ্টির জন্য খেলা সম্ভব না হলে সুবিধা পাবে লিগ পর্বে এগিয়ে থাকা দল। সেই হিসাবে এগিয়ে থাকবে পঞ্জাব কিংস। পয়েন্ট তালিকায় শ্রেয়স আয়ারেরা ছিলেন শীর্ষে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছিল দ্বিতীয় স্থানে। তাই ট্রফি যাবে পঞ্জাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement