Navjot Singh Sidhu

নিম-হলুদ-লেবু খেয়ে সেরে গিয়েছে ক্যানসার! সিধুর দাবিতে বিপাকে স্ত্রী, দিতে হতে পারে ৮৫০ কোটি টাকা

স্ত্রীর ক্যানসার সেরে গিয়েছে নিম, হলুদ, লেবু, জল খেয়ে। প্রাক্তন ক্রিকেটারের এই দাবিতেই চটেছে ছত্তীসগঢ় সিভিল সোসাইটি (সিসিএস)। তারা সিধুর স্ত্রীকে ৮৫০ কোটি টাকার নোটিস পাঠিয়েছে। সেই সঙ্গে সিধুকে ক্ষমা চাইতে বলেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৮:২২
Share:

স্ত্রী নভজ্যোৎ কউরের সঙ্গে নভজ্যোৎ সিংহ সিধু। ছবি: পিটিআই।

কিছু দিন আগে নভজ্যোৎ সিংহ সিধু দাবি করেছিলেন তাঁর স্ত্রীর ক্যানসার সেরে গিয়েছে নিম, হলুদ, লেবু, জল খেয়ে। প্রাক্তন ক্রিকেটারের এই দাবিতেই চটেছে ছত্তীসগঢ় সিভিল সোসাইটি (সিসিএস)। তারা সিধুর স্ত্রীকে ৮৫০ কোটি টাকার নোটিস পাঠিয়েছে। সেই সঙ্গে সিধুকে ক্ষমা চাইতে বলেছে। না হলে আইনি পদক্ষেপ করা হবে বলে হুমকি দিয়েছে।

Advertisement

সিসিএস-এর তরফে বলা হয়েছে সাত দিনের মধ্যে যদি সিধু নিজের দাবির স্বপক্ষে প্রমাণ দেখাতে না পারেন তা হলে মামলা করা হবে। প্রাক্তন ক্রিকেটারের দাবি নিম, হলুদ, লেবু, জল এবং বিট খেয়ে তাঁর স্ত্রীয়ের ক্যানসার সেরে গিয়েছে। সেটাও আবার চতুর্থ পর্যায় থাকা ক্যানসার। একটি সাক্ষাৎকারে সিধু এই দাবি করেন। সঙ্গে সঙ্গে চিকিৎসকেরা সেই দাবির বিরোধিতা করেন। ক্যানসার বিশেষজ্ঞরাও সেই দাবি মানেননি।

সিসিএস-এর আহ্বায়ক কুলদীপ সোলাঙ্কি জানিয়েছেন, এই ধরনের দাবি খুবই ভয়ঙ্কর। ক্যানসার আক্রান্তেরা এই দাবিকে সত্যি মনে করে যদি চিকিৎসা বন্ধ করে নিম, হলুদ, লেবু, জল এবং বিট খেতে শুরু করেন, তা হলে তাদের শরীর আরও খারাপ হতে পারে বলে মনে করছেন কুলদীপ।

Advertisement

সিধু যদিও নিজের দাবির থেকে সরে এসে আরও একটি দাবি করেন। তিনি জানিয়েছেন যে, তাঁর স্ত্রীকে চিকিৎসকেরাই নিম, হলুদ, লেবু, জল এবং বিট খেতে বলেছিলেন। এই খাবারগুলি ওষুধের বদলে খাওয়ার কথা উনি বলেননি। সিধু সেই সঙ্গে জানান, তাঁর স্ত্রীয়ের অস্ত্রোপচার হয়েছে, কেমোথেরাপি হয়েছে, হরমোনাল থেরাপি হয়েছে। সেই সঙ্গে এই খাবারগুলি খেয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement