ICC Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নতুন জট, বাকি ৪৪ দিন, তৈরি নয় স্টেডিয়াম, আয়োজনের দায়িত্ব হারাবে পাকিস্তান?

কয়েক দিন আগে পিসিবি চেয়ারম্যান দাবি করেছিলেন, স্টেডিয়ামগুলির সংস্কারের কাজ ৯০ শতাংশ শেষ। তাঁর সেই দাবির সঙ্গে মিলছে না পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রকাশিত ভিডিয়ো।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৪:৩৪
Share:

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। —ফাইল চিত্র।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব হারাতে পারে পাকিস্তানের। তেমনই আশঙ্কা তৈরি হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। অথচ এখনও প্রস্তুত নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামকে প্রতিযোগিতার মূল কেন্দ্র হিসাবে চিহ্নিত করেছেন পিসিবি কর্তারা। কিন্তু স্টেডিয়াম সংস্কারের কাজ এখন প্রায় মাঝপথে। পরিস্থিতি দেখে অসন্তুষ্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কর্তারা।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর ৪৪ দিন। এই সময় স্টেডিয়ামগুলির সংস্কারের কাজ শেষ পর্যায় থাকা উচিত ছিল। কিন্তু ঢিমে তালে কাজ এগোচ্ছে পাকিস্তানে। কয়েক দিন আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি দাবি করেছিলেন, স্টেডিয়ামগুলির সংস্কারের কাজ ৯০ শতাংশ শেষ হয়ে গিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই স্টেডিয়ামগুলি প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রস্তুত হয়ে যাবে। কিন্তু তাঁর দাবির সঙ্গে মিলছে না লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের প্রকাশ্যে আসা ভিডিয়োর ছবি (আনন্দবাজার অনলাইন ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)। প্রকাশ্যে আসা ভিডিয়োয় দেখা যাচ্ছে গদ্দাফি স্টেডিয়ামের সংস্কারের কাজ এখনও অনেক বাকি।

সোমবার স্টেডিয়াম সংস্কারের কাজ খতিয়ে দেখতে গিয়েছিলেন নকভি। তাঁর পরিদর্শনের ভিডিয়ো প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম। তাতে দেখা যাচ্ছে মাঠ, গ্যালারি, ক্লাব হাউস, সাজঘর কোনও কিছুই প্রস্তুত নয়। স্টেডিয়ামের কোনও কোনও অংশ এখনও ধ্বংসস্তূপ হয়ে রয়েছে। নির্মাণ সংস্থার আধিকারিকদের সঙ্গে উদ্বিগ্ন মুখে কথা বলতে দেখা গিয়েছে নকভিকে। এই স্টেডিয়ামেই ২২ ফেব্রুয়ারি মুখোমুখি হওয়ার কথা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের।

Advertisement

লাহোর ছাড়াও পাকিস্তানের করাচি এবং রাওলাপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি হওয়ার কথা। পাকিস্তানের প্রস্তুতির বেহাল দশার ভিডিয়ো প্রকাশ্যে আসার পর আইসিসির তরফ থেকে অবশ্য সরকারি ভাবে কিছু বলা হয়নি। যদিও সূত্রের খবর, পরিস্থিতি দেখে উদ্বিগ্ন আইসিসি কর্তাদের একাংশ। সুষ্ঠু ভাবে প্রতিযোগিতা আয়োজনের স্বার্থে চ্যাম্পিয়ন্স ট্রফি কি পাকিস্তান থেকে সরিয়ে দেওয়া হবে? মন্তব্য করতে চাননি আইসিসি কর্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement