IPL 2025

দৌড় শেষ লখনউয়ের, প্লে-অফের একটি জায়গার জন্য লড়াইয়ে এখন দিল্লি, মুম্বই, কার সামনে কী অঙ্ক?

প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টস। লড়াই এখন দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১২:০৭
Share:

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

প্লে-অফে জায়গা নিশ্চিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স এবং পঞ্জাব কিংসের। দৌড় থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টস। লড়াই এখন দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে।

Advertisement

বুধবার দিল্লি বনাম মুম্বই ম্যাচ রয়েছে। প্লে-অফে কোন দল যাবে, তা ঠিক হয়ে যাবে ওই ম্যাচেই। প্লে-অফে ওঠার লড়াই এখন এই দুই দলের মধ্যে। এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে মুম্বই। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়েছে তারা। দিল্লিও ১২ ম্যাচ খেলেছে। তারা পেয়েছে ১৩ পয়েন্ট। বুধবার যে দল জিতবে তারা অনেকটাই এগিয়ে যাবে প্লে-অফে ওঠার দৌড়ে।

দিল্লি শেষ দুই ম্যাচ জিতলে সর্বোচ্চ ১৭ পয়েন্টে পৌঁছোতে পারবে। সেখানে মুম্বইয়ের সুযোগ রয়েছে ১৮ পয়েন্টে পৌঁছোনোর। কিন্তু একের অপরের বিরুদ্ধে খেলা থাকায় একটি দল ওই ম্যাচেই সুবিধা পেয়ে যাবে। বুধবার দিল্লি জিতলে তারা পৌঁছে যাবে ১৫ পয়েন্টে। শেষ ম্যাচে দিল্লি পঞ্জাব কিংসকে হারিয়ে দিলেই প্লে-অফে জায়গা নিশ্চিত করে ফেলবে। কিন্তু মুম্বই যদি বুধবার জিতে যায় তা হলে তারা পৌঁছে যাবে ১৬ পয়েন্টে। তাদেরও শেষ ম্যাচ পঞ্জাবের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে তারা পৌঁছে যাবে প্লে-অফে। অর্থাৎ, বুধবারের ম্যাচে যে জিতবে সেই দল এগিয়ে থাকবে প্লে-অফে ওঠার লড়াইয়ে।

Advertisement

মুম্বই এই মুহূর্তে দিল্লির থেকে এক পয়েন্টে এগিয়ে থাকায় বুধবার হারলেও তাদের কাছে সুযোগ থাকবে প্লে-অফে ওঠার। কারণ, দিল্লি বুধবার জিতলে ১৫ পয়েন্টে পৌঁছে যাবে। কিন্তু শেষ ম্যাচে হারলে তারা সেই পয়েন্টেই থাকবে। কিন্তু মুম্বই যদি বুধবার হেরে যায় এবং পঞ্জাবের বিরুদ্ধে নিজেদের ম্যাচ জিতে নেয়, তা হলে তারা পৌঁছে যাবে প্লে-অফে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement