ICC Champions Trophy 2025

জাডেজার বোলিং আর্মের ব্যান্ডেজ খোলালেন আম্পায়ার, আবার পরতেও দিলেন! কেন?

চোট পাওয়ায় বাঁ হাতের তালুতে ব্যান্ডেজ বেঁধেছিলেন রবীন্দ্র জাডেজা। সেই ব্যান্ডেজ খুলিয়ে দিলেন আম্পায়ার। ভারতীয় অলরাউন্ডারের যুক্তি মানতে রাজি হননি তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ১৬:১২
Share:

ব্যান্ডেজ নিয়ে আম্পায়ারের কথা রবীন্দ্র জাডেজার সঙ্গে। ছবি: এক্স (টুইটার)।

চোট পাওয়ায় বাঁ হাতের তালুতে ব্যান্ডেজ বেঁধে ছিলেন রবীন্দ্র জাডেজা। কিন্তু সেই ব্যান্ডেজ খুলিয়ে দিলেন আম্পায়ারেরা। যদিও কিছু ক্ষণ পরই আবার তাঁকে ব্যান্ডেজ বাঁধার অনুমতি দিলেন আম্পায়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচের মাঝে ঘটল এই ঘটনা।

Advertisement

অস্ট্রেলিয়ার ইনিংসের ১৯তম ওভারে বাঁ হাতের তালুতে ব্যান্ডেজ বেঁধে বল করতে আসেন জাডেজা। তা দেখে তাঁকে বাধা দেন আম্পায়ার। জাডেজাকে ব্যান্ডেজ খুলে ফেলতে বলেন। কারণ তিনি বাঁ হাতেই বল করেন। আম্পায়ারকে জাডেজার সঙ্গে কথা বলতে দেখে এগিয়ে আসেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এগিয়ে যান বিরাট কোহলিও। জাডেজা আম্পায়ারকে জানান, চোট পাওয়ায় হাতের তালুতে ব্যান্ডেজ বাঁধতে বাধ্য হয়েছেন। কিন্তু সেই যুক্তি মানতে রাজি হননি আম্পায়ার। তিনি জানান, ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বল করতে পারবেন না। বল বিকৃত হওয়ার সম্ভাবনা থাকবে। জাডেজা বা রোহিত তর্ক বাড়াননি। বাঁ হাতের তালুর ব্যান্ডেজ খুলে বল করেন বাঁহাতি অলরাউন্ডার।

ব্যান্ডেজ খুলে ফেলার পর জাডেজার বাঁ হাতের তালু থেকে রক্ত বেরোতে দেখা যায়। পড়ে যাওয়ায় তাঁর বাঁ হাতের তালুতে দু’টি ছোট ক্ষত তৈরি হয়। সেই ক্ষত থেকেই রক্ত বেরোচ্ছিল। তা দেখে আম্পায়ার সিদ্ধান্ত পরিবর্তন করে জাডেজাকে আবার ব্যান্ডেজ বেঁধে নেওয়ার অনুমতি দেন। পরে ব্যান্ডেজ বেঁধেই বল করেন জাডেজা।

Advertisement

নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে পড়ে যান জাডেজা। বাঁ হাতে ভর দিয়ে মাটিতে পড়েন তিনি। তাঁর শরীরের ওজন মূলত বাঁ হাতের উপরই ছিল। যে পিচে খেলা হচ্ছে, তার পাশের একটি পিচের অসমান জায়গার উপর জাডেজার হাত পড়েছিল। তাতে চোট পান তিনি। তাই হাতে ব্যান্ডেজ বাঁধতে হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement