IPL 2025

আইপিএল শুরুর ১০ দিন আগেই সক্রিয় কালোবাজারিরা, লাখ টাকা ছাড়াল চেন্নাই-মুম্বই ম্যাচের টিকিট!

আইপিএল শুরু হতে এখনও ১০ দিন বাকি। সিএসকে কর্তৃপক্ষ এখনও সরকারি ভাবে টিকিট বিক্রির কথা জানাননি। অথচ ২৩ মার্চের চেন্নাই-মুম্বই ম্যাচের একটি টিকিটের দাম লাখ টাকা ছাড়িয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৯:১০
Share:

(বাঁ দিকে) মহেন্দ্র সিংহ ধোনি এবং রোহিত শর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র।

আইপিএল আগেই সক্রিয় কালোবাজারিরা। ইন্টারনেটে চড়া দামে বিক্রি হচ্ছে ম্যাচের টিকিট। চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ এখনও সরকারি ভাবে টিকিট বিক্রি শুরু করার কথা জানাননি। তবু কালোবাজারে বিক্রি শুরু হয়ে গিয়েছে টিকিট!

Advertisement

আগামী ২৩ মার্চ এ বারের আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামবেন মহেন্দ্র সিংহ ধোনিরা। এমএ চিদম্বরম স্টেডিয়ামে তাড়া মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্সের। আইপিএলের দুই সফলতম দলের ম্যাচ ঘিরে প্রতি বছরই ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা থাকে তুঙ্গে। এই ম্যাচকে কেন্দ্র করেই সক্রিয় হয়ে উঠেছে কালোবাজারিরা।

কালোবাজারে চেন্নাই-মুম্বই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। টিকিট পুনঃবিক্রয়ের একটি ওয়েবসাইটে এই ম্যাচের কেএমকে লোয়ার স্ট্যান্ডের টিকিটের সর্বোচ্চ দাম ৮৫,৩৮০। একই স্ট্যান্ডের কিছু টিকিটের দাম দেখাচ্ছে ১ লাখ টাকার বেশি। সংশ্লিষ্ট ওয়েবসাইট কর্তৃপক্ষ দু’দিন আগেই জানিয়েছেন, ১ লাখ টাকার বেশি দামের সব টিকিট শেষ হয়ে গিয়েছে। সেই টিকিটের সর্বোচ্চ দাম ওঠে ১,২৩,৪৫৯ টাকা। চেন্নাইয়ের সব হোম ম্যাচের টিকিটই পাওয়া যাচ্ছে এই ওয়েবসাইটে। এই ম্যাচের টিকিটের দাম ১৭,৮০৪ টাকা থেকে ১,২৩,৫৯৩ টাকার মধ্যে ঘোরা ফেরা করছে। উল্লেখ্য, সংশ্লিষ্ট ওয়েবসাইটির সঙ্গে চেন্নাই বা আইপিএল কর্তৃপক্ষ যুক্ত নন।

Advertisement

সরকারি ভাবে টিকিট বিক্রি শুরুর আগেই কী ভাবে একটি ওয়েবসাইট এ ভাবে অত্যন্ত চড়া দামে টিকিট বিক্রি করছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। তারা স্টেডিয়ামের যে আসনগুলির টিকিট বিক্রি করছে, সরকারি ভাবে বিক্রি শুরুর আগেই তারা কীভাবে সংশ্লিষ্ট টিকিটগুলি পাওয়ার বিষয়ে নিশ্চিত হচ্ছে? টিকিটের বিপুল দাম নিয়েও প্রশ্ন তুলছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। উল্লেখ্য, ২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হবে এ বারের আইপিএল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement