Vaibhav Suryavanshi

১৪ বছরের বৈভবের খাওয়া বন্ধ! আইপিএলের পর ছেলেকে নিয়ে হঠাৎ চিন্তায় বাবা

বৈভব সূর্যবংশীকে নিয়ে হঠাৎ চিন্তায় পড়ে গিয়েছেন বাবা। আইপিএলে রাতারাত তারকা হয়ে ওঠা ১৪ বছরের এই ব্যাটারের ওজন বেড়ে গিয়েছে। তাই নিয়েই চিন্তায় বাবা সঞ্জীব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১৩:১৮
Share:

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

বৈভব সূর্যবংশীকে নিয়ে হঠাৎ চিন্তায় পড়ে গিয়েছেন বাবা। আইপিএলে রাতারাত তারকা হয়ে ওঠা ১৪ বছরের এই ব্যাটারের ওজন বেড়ে গিয়েছে। তাই নিয়েই চিন্তায় বাবা সঞ্জীব।

Advertisement

‘দৈনিক জাগরণ’ নামে একটি সংবাদমাধ্যমকে সঞ্জীব বলেছেন, ‘‘বৈভব এখন আর যা খুশি খায় না। বুঝেশুনে খায়। ব্যালান্সড ডায়েট মেনে চলে। আইপিএলের পর ওজন অনেক বাড়িয়ে ফেলেছিল। সেটা কমাতে হত। তাই নিয়ম করে এখন জিমে যায়।’’

এই জায়গায় রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, সেটাও জানিয়েছেন সঞ্জীব। বলেছেন, ‘‘রাহুল স্যর আমাকে বলেছেন, ‘তোমার কাজ এখন শেষ। বৈভব এখন আমাদের দায়িত্বে। এখন থেকে আমরা ওর খেয়াল রাখব। ও এখন আমাদের পরিবারের অংশ। শুধু এটা দেখতে হবে ও যেন মোবাইল আর ইন্টারনেট থেকে দূরে থাকে। আমরা ওকে এমন ক্রিকেটার তৈরি করব যে দেশের হয়ে খেলবে।’’’

Advertisement

আইপিএলে নিজের দ্বিতীয় ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৬ বলে ১০১ রান করে সকলের নজর কেড়ে নেয় বৈভব। আইপিএলে কনিষ্ঠতম হিসাবে শতরান করার নজির গড়ে ১৪ বছরের এই ওপেনার। গত সপ্তাহে একটি ম্যাচে ৯০ বলে ১৯০ রান করে বৈভব।

আপাতত ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছে বৈভব। যাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে বৈভব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement