ইনদওরে খেলা শেষে ড্যারিল মিচেল (বাঁ দিকে) ও বিরাট কোহলি। ছবি: এক্স।
সিরিজ়ের সেরা হয়েছেন ড্যারিল মিচেল। নিউ জ়িল্যান্ডের এই ব্যাটার ভারতের মাটিতে ভারতীয়দের থেকে ভাল খেলেছেন। তিন ম্যাচের সিরিজ়ে দু’টি শতরান ও একটি শতরান করেছেন। ভারতের মাটিতে প্রথম বার দ্বিপাক্ষিক এক দিনের সিরিজ় জিতিয়েছেন নিউ জ়িল্যান্ডকে। অন্য দিকে ভারতীয় ব্যাটারদের মধ্যে সেরা বিরাট কোহলি। এক সেরা আর এক সেরাকে সম্মান জানালেন। মিচেলকে উপহার দিলেন কোহলি।
সই করা নিজের জার্সি মিচেলকে দিয়েছেন কোহলি। ইনদওরে খেলা শেষে যখন দু’দলের ক্রিকেটারেরা দাঁড়িয়ে রয়েছেন, তখনই দেখা যায়, মিচেলের দিকে এগিয়ে যাচ্ছেন কোহলি। তাঁর হাতে একটি জার্সি। সেই জার্সি গিয়ে মিচেলকে দেন তিনি। মিচেল হাসিমুখে তা গ্রহণ করেন। কিছু ক্ষণ কথা বলেন দুই ক্রিকেটার। তার পর আবার সতীর্থদের কাছে ফিরে আসেন কোহলি।
এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সকলে বলছেন, এই কারণেই কোহলি এত বড় মানের ক্রিকেটার। তিনি প্রতিপক্ষকে সম্মান করতে জানেন। প্রতিপক্ষের কৃতিত্বকে কুর্নিশ করতে জানেন।
এক দিনের সিরিজ়ে সবচেয়ে বেশি রান করেছেন মিচেল। তিন ম্যাচে ১৭৬ গড়ে ৩৫২ রান করেছেন তিনি। ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন মিচেল। ভারতের মাটিতে মাত্র আট ইনিংসে চারটি শতরান করেছেন তিনি, যা অন্য কোনও বিদেশি ব্যাটার পারেননি।
ইনদওরে সিরিজ় নির্ণায়ক ম্যাচে মিচেলের ১৩৭ রান ও গ্লেন ফিলিপ্সের শতরানে ভর করে ৩৩৭ রান করে নিউ জ়িল্যান্ড। তাড়া করতে নেমে কোহলি ছাড়া টপ অর্ডারের কেউ রান পাননি। কোহলি ১২৪ রান করেন। কিন্তু তাঁর লড়াই দলকে জেতাতে পারেনি। ৩৩৮ রান তাড়া করতে নেমে ২৯৬ রানে অল আউট হয়ে যায় ভারত।