Virat Kohli

টেস্ট ক্রিকেট থেকে সরেই যাচ্ছেন কোহলি, ফিরিয়ে দিলেন বোর্ডের অনুরোধ

কিছু দিন আগে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইচ্ছার কথা বোর্ড কর্তাদের জানান বিরাট কোহলি। এর পরই নড়েচড়ে বসেন বোর্ড কর্তারা। রোহিত শর্মার পর কোহলির সিদ্ধান্তে চিন্তায় পড়ে যান তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৪:৪৯
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে মৌন ভাঙলেন বিরাট কোহলি। তবে সরকারি ভাবে বা প্রকাশ্যে নয়। ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন কোহলি। জানিয়ে দিয়েছেন, টেস্টজীবনকে আর দীর্ঘ করতে চান না। টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে এমনই দাবি করেছে।

Advertisement

কিছু দিন আগে টেস্ট থেকে অবসরের ইচ্ছার কথা বিসিসিআই কর্তাদের জানিয়েছিলেন কোহলি। এর পরই নড়েচড়ে বসেন বোর্ড কর্তারা। রোহিত শর্মার পর কোহলিও টেস্ট থেকে অবসর নেওয়ার কথা জানানোয় চিন্তায় পড়ে যান তাঁরা। কারণ আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ় রয়েছে ভারতীয় দলের। দলের দুই সিনিয়র ব্যাটারকে ছাড়া বিদেশের মাটিতে কঠিন সিরিজ় খেলা ঝুঁকির হতে পারে বলে মনে করছেন বোর্ড কর্তারা। তাই কোহলিকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও এক বার ভেবে দেখতে অনুরোধ করা হয়। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সেই অনুরোধ ফিরিয়ে দিয়েছেন কোহলি।

বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘সপ্তাহ দুয়েক আগে প্রধান নির্বাচক অজিত আগরকরকে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানায় কোহলি। নির্বাচকেরা অন্তত ইংল্যান্ড সিরিজ় পর্যন্ত খেলা চালিয়ে যেতে অনুরোধ করেছিলেন কোহলিকে। কিন্তু নিজের সিদ্ধান্তেই অনড় রয়েছে কোহলি। আগামী সপ্তাহে দল নির্বাচনী বৈঠকের আগেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে দেবে।’’

Advertisement

অস্ট্রেলিয়া সফরের সময়ই কোহলি একাধিক বার সতীর্থদের অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। আইপিএলের মাঝে একই বার্তা দিয়েছেন বোর্ডকে। টেস্ট ক্রিকেটে দীর্ঘ দিন ধরে প্রত্যাশা মতো পারফর্ম করতে পারছেন না কোহলি। সম্ভবত সে কারণেই জায়গা আটকে রাখতে চাইছে না ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement