Aryaveer Kohli

‘কোহলি’ পরিচয়ে নয়, পরিশ্রম করে এগোতে চায় বিরাট-ভাইপো, ১৫ বছরের ছাত্রকে নিয়ে উচ্ছ্বসিত কোচ

দলের সকলের সঙ্গে সাধারণ ভাবে মিশে থাকে আর্যবীর কোহলি। কখনও বিখ্যাত কাকার নাম ব্যবহার করে বাড়তি সুবিধা নেয় না ১৫ বছরের ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৭:৫৩
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

আর্যবীর কোহলি। দিল্লি প্রিমিয়ার লিগে খেলবে ১৫ বছরের ক্রিকেটার। নিলামে তাকে কিনেছে সাউথ দিল্লি সুপারস্টারজ়। চাইলেই সে অনুশীলনের জন্য আলাদা ব্যবস্থা পেতে পারত। কিন্তু বাকিদের সঙ্গে একই ভাবে অনুশীলন করছে আর্যবীর।

Advertisement

কে এই ১৫ বছরের আর্যবীর? পদবি থেকেই ধারণা করা যায়। এবং সেই ধারণা ভুল নয়। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির নিজের ভাইপো আর্যবীর। প্রিয় হলেও ক্রিকেটার ভাইপোর জন্য কোহলি কখনও কোথাও তদ্বির করেননি। আর্যবীরও চায় না কাকার নাম ব্যবহার করে বাড়তি সুবিধা নিতে। আর পাঁচ জন সাধারণ ক্রিকেটারের মতোই নিজের যোগ্যতায় এগোতে চায় কিশোর লেগ স্পিনার।

সাউথ দিল্লি সুপারস্টারজ়ের কোচ ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার শরণদীপ সিংহ। দলের বাকিদের সঙ্গে তাঁর কাছে অনুশীলন করছে আর্যবীর। কোচের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে চলেছে সে। সংবাদ সংস্থা পিটিআইকে শরণদীপ বলেছেন, ‘‘আর্যবীর উঠতি ক্রিকেটার। বয়স কম। সবচেয়ে ভাল হল, নিজের পদবির ভার বহন করে না। খুব ভাল ছেলে। ক্রিকেটার হিসাবেও প্রতিভাবান। মন দিয়ে অনুশীলন করে। প্রতি দিন কঠোর পরিশ্রম করে।’’ শরণদীপ জানিয়েছেন, আর্যবীর কখনও নিজেকে বিখ্যাত কাকার ভাইপো হিসাবে জাহির করে না। নিজের মতো থাকতে চায়।

Advertisement

ভারতের প্রাক্তন অধিনায়কের দাদা বিকাশ কোহলির ছেলে আর্যবীর। দিল্লি প্রিমিয়ার লিগে তার সতীর্থ আইপিএলে নজরকাড়া দিগ্বেশ রাঠী। লখনউ সুপার জায়ান্টসের স্পিনারের কাছ থেকেই পরামর্শ নিচ্ছে আর্যবীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement