India Vs West Indies Test Series 2025

শুভমনের ভারতকে হারানোর পরিকল্পনা অন্য এক দলের অস্ত্রে! ৪২ বছরের খরা কাটাতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ়

অক্টোবর মাসের শুরুতে ভারতে টেস্ট সিরিজ় খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ়। দলের কোচ ড্যারেন স্যামি জানিয়ে দিয়েছেন, ভারতকে হারানোর পরিকল্পনা তৈরি তাঁদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৯
Share:

শুভমন গিল। —ফাইল চিত্র।

দেশের মাটিতে শেষ টেস্ট সিরিজ় ভাল যায়নি ভারতের। নিউ জ়িল্যান্ডের কাছে ঘরের মাটিতে চুনকাম হতে হয়েছিল তাদের। তার জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হয়নি রোহিত শর্মা, বিরাট কোহলিদের। ২০২৫-২০২৭ টেস্ট বিশ্বকাপ পর্বে ভারতের মাটিতে প্রথম খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ়। অক্টোবরের শুরুতে সেই সিরিজ়। ওয়েস্ট ইন্ডিজ়ের কোচ ড্যারেন স্যামি জানিয়ে দিয়েছেন, ভারতকে হারানোর পরিকল্পনা তৈরি তাঁদের।

Advertisement

স্যামি জানিয়েছেন, পেস আক্রমণে ভারতকে ধরাশায়ী করতে তৈরি তাঁরা। ওয়েস্ট ইন্ডিজ় দলে শামার জোসেফ, আলজারি জোসেফ ও জেইডেন সির্লসের মতো তিন পেসার রয়েছেন। তাঁদের ২০ উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে বলে মনে করেন স্যামি।

সাংবাদিক বৈঠকে স্যামি বলেন, “আমাদের পেস আক্রমণ যে কোনও পরিবেশে সফল হওয়ার ক্ষমতা রাখে। আমাদের আক্রমণে বৈচিত্র আছে। শামারের গতি ওর অস্ত্র। জেইডেন দু’দিকেই সুইং করাতে পারে। আবার আলজারির উচ্চতা ওকে বাউন্স পেতে সাহায্য করে। আমরা গত দু’বছরে বিদেশের মাটিতে ভাল খেলেছি। ভারতেও সেটাই করতে চাই। ভারতে ২০ উইকেট নিতে না পারলে টেস্ট জেতা যাবে না। আমাদের পেস আক্রমণ ২০ উইকেট নেওয়ার ক্ষমতা রাখে।”

Advertisement

৪২ বছরের খরা কাটাতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ়। শেষ ১৯৮৩ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ় জিতেছিল তারা। এ বার আবার সেটা করে দেখাতে চাইছেন স্যামিরা। ২ অক্টোবর থেকে শুরু দুই টেস্টের সিরিজ়। সেই সিরিজ় জিতে ফিরতে চাইছে ওয়েস্ট ইন্ডিজ়।

ভারতের মাটিতে ভারতকে হারাতে নিউ জ়িল্যান্ডের পরিকল্পনা ধার করেছে ওয়েস্ট ইন্ডিজ়। স্যামি বলেন, “আমরা জেতার মানসিকতা নিয়েই যাব। ভাবব না যে, ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা। নিউ জ়িল্যান্ড কী করেছে আমরা দেখেছি। ভারতের পরিবেশে ওরা যে ভাবে খেলেছে আমরাও সেটা করতে চাই। ওদের পরিকল্পনা কাজে লাগাতে চাই। আশা করি সফল হব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement