IPL Playoffs 2025

রবিবার পঞ্জাব-মুম্বই ম্যাচে কি বৃষ্টি হতে পারে? ম্যাচ ভেস্তে গেলে কারা যাবে ফাইনালে?

রবিবার অহমদাবাদে হবে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার। পঞ্জাবের বিরুদ্ধে খেলবে মুম্বই। যে দল জিতবে তারাই ফাইনালে উঠে যাবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? খেলা ভেস্তে গেলে কোন দল যাবে ফাইনালে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ২১:১০
Share:

শনিবার অহমদাবাদের আকাশ ছিল এমনই মেঘে ঢাকা। ছবি: পিটিআই।

রবিবার অহমদাবাদে হবে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার। পঞ্জাবের বিরুদ্ধে খেলবে মুম্বই। যে দল জিতবে তারাই ফাইনালে উঠে যাবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? খেলা ভেস্তে গেলে কোন দল যাবে ফাইনালে?

Advertisement

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ম্যাচের মাঝে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে খেলা ভেস্তে যাওয়ার মতো বৃষ্টি হবে না। কিছু ক্ষণ বৃষ্টি হতে পারে। তার পরে আবার খেলা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা। শনিবার পঞ্জাবের প্রস্তুতির সময়ও বৃষ্টি আসে। কিছু ক্ষণ অপেক্ষা করার পর পঞ্জাবের ক্রিকেটারেরা অনুশীলনও করেন।

ম্যাচের দিন সন্ধ্যায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে বৃষ্টি হতে পারে। তবে দুই দলেরই সমস্যা হওয়ার কথা নয়। প্লে-অফের নতুন নিয়ম অনুযায়ী, সম্পূর্ণ ম্যাচ হওয়ার জন্য ৬০ মিনিটের বদলে ১২০ মিনিট অপেক্ষা করা হবে।

Advertisement

যদি ম্যাচ শুরু না করা যায়, তা হলে আইপিএলের নিয়ম অনুযায়ী ফাইনালে উঠবে পঞ্জাব। এ ধরনের পরিস্থিতিতে পয়েন্ট তালিকায় যে দল উপরে থাকে তারাই ফাইনালে ওঠে। সেই হিসাবে ১৯ পয়েন্ট থাকার সুবাদে ফাইনালে উঠবে পঞ্জাব। আইপিএল থেকে ছিটকে যাবে পাঁচ বারের বিজয়ী মুম্বই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement