Women Asia Cup

এশিয়া কাপে আলোচনায় তৃতীয় আম্পায়ার! ভারতের পূজা কি আউট ছিলেন? অবাক শ্রীলঙ্কার ক্রিকেটাররাও

ভারতের মেয়েরা প্রথম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কার। সেই ম্যাচে প্রথমে ব্যাট করার সময় ভারতের পূজা বস্ত্রকারের রান আউট ঘিরে তৈরি হল বিতর্ক। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত ঘিরে জটিলতা।

Advertisement
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২২ ১৬:২৯
Share:

রান আউটের সেই মুহূর্ত। ছবি: টুইটার থেকে

মেয়েদের এশিয়া কাপ শুরু হল শনিবার থেকে। বাংলাদেশের মাটিতে হচ্ছে এ বারের প্রতিযোগিতা। ভারতের মেয়েরা প্রথম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কার। সেই ম্যাচে প্রথমে ব্যাট করার সময় ভারতের পূজা বস্ত্রকারের রান আউট ঘিরে তৈরি হল বিতর্ক। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত ঘিরে জটিলতা। অবাক হয়ে গেলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররাও।

Advertisement

ভারতের ইনিংসের শেষ ওভারে এই রান আউট হয়। ১৯.৫ ওভারে পূজা রান আউট হন। মাঠের আম্পায়ার তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত জানানোর আবেদন করেন। বার বার ভিডিয়ো দেখে তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানান। কিন্তু পুনঃসম্প্রচারের সময় দেখা যায় পূজার ব্যাট ক্রিজের মধ্যে থাকা অবস্থায় উইকেট ভেঙেছে। শ্রীলঙ্কার ক্রিকেটাররাও অবাক হয়ে যান রান আউটের সিদ্ধান্তে।

পূজাকেও মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়তে দেখা যায়। তিনিও যে এটা মেনে নিতে পারেননি, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তৃতীয় আম্পায়ার ছিলেন শিবানী মিশ্র। তিনি কাতারের আম্পায়ার। মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র তিনটি ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিজ্ঞতা ১১টি ম্যাচের।

Advertisement

ভারতের দুই ওপেনার শেফালি বর্মা (১০) এবং স্মৃতি মন্ধানা (৬) ব্যর্থ হন। জেমাইমা রডরিগেজ করেন ৭৬ রান। তিনিই ভারতের ইনিংস গড়েন। তাঁকে সঙ্গ দেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তিনি ৩৩ রান করেন। রিচা ঘোষ করেন মাত্র ৯ রান। পূজা রান আউট হন ১ রান করে। ২০ ওভারে ভারত তোলে ১৫০ রান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন