Sports News

সেলফির আবদারে রেগে সমর্থকের মোবাইল কাড়লেন আরপি সিংহ

দল জিতেছে। এই প্রথম। সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তো থাকবেই। আর উচ্ছ্বাস তাঁদের ঘিরেই যাঁরা এই জয়ের নায়ক। শনিবারই ৪১বারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গুজরাত। আর সেই দলের তারকা প্লেয়ার আরপি সিংহ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৭ ১৫:১৪
Share:

রঞ্জি ট্রফি নিয়ে আরপি সিংহ। রবিবার। ছবি: টুইটার।

দল জিতেছে। এই প্রথম। সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তো থাকবেই। আর উচ্ছ্বাস তাঁদের ঘিরেই যাঁরা এই জয়ের নায়ক। শনিবারই ৪১বারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গুজরাত। আর সেই দলের তারকা প্লেয়ার আরপি সিংহ। হঠাৎই রেগে গিয়ে এমন ঘটনা ঘটালেন যে লজ্জায় পড়তে হল গুজরাত দলের বাকিদের। তার আগেই অটোগ্রাফ দিয়ে গ্যালারির সামনে থেকে ফিরছিলেন তিনি। ঘেরা মাঠে জালের ফাঁক দিয়েই সমর্থকদের আবদার ছিল সেলফির। ইনদওরের হোলকার স্টেডিয়ামে রঞ্জি ফাইনালের শেষদিন ফ্যানেদের চাহিদা মিটিয়ে ফিরছিলেন, আরও সেলফির জন্য হাঁক ডাকও চলছিল গ্যালারি থেকে। হঠাৎ বাউন্ডারি লাইনের কাছ থেকে ফিরে আসেন গ্যালারির কাছে। সমর্থকরা মোবাইল হাতে সেলফির আবদার করছিলেন। হঠাৎই তাঁদের একজনের হাত থেকে একটি মোবাইল কেড়ে নিয়ে ছুড়ে ফেলেন মাঠের মধ্যে। তার পর হেঁটে বেরিয়ে যান। সেই গ্যালারি থেকেই অন্য এক ফ্যানের মোবাইলে ধরা পড়ে পুরো ঘটনা। তার পর তিনি টুইট করেন সেই ভিডিও।

Advertisement

আরও খবর: পার্থিবের ব্যাটে মুম্বইকে হারিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন গুজরাত

দারুণ ফর্মে রয়েছেন আরপি। মোট ১৮টি উইকেট নিয়েছেন। খেলেছেন জাতীয় দলের হয়েও। ২০১১র পর অবশ্য আর দেশের হয়ে খেলা হয়নি। ভারতের হয়ে ১৪টি টেস্ট ৪০ উইকেট, ৫৮টি ওডিআই-এ ৬৯ উইকেট ও ১০টি টি২০ ম্যাচে ১৫ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ২০০৭এ দক্ষিণ আফ্রিকায় টি২০ বিশ্বকাপে ১২টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন তিনিই। আর তাঁরই দল গুজরাত এ বারের রঞ্জি চ্যাম্পিয়ন। ২০ জানুয়ারি থেকে রেস্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে ইরানি ট্রফি খেলতে নামবে গুজরাত।

Advertisement

দেখুন সেই ভিডিও

' ' ( )

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন