ইতালিয়ান সুপার কাপ

জুভেন্তাসকে ট্রফি দিলেন রোনাল্ডো

গত বছরই রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্তাসে সই করেছেন রোনাল্ডো। এটাই নতুন ক্লাবে তাঁর প্রথম বড় সাফল্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ০৫:১৫
Share:

সেরা: জুভেন্তাসকে জিতিয়ে ট্রফি নিয়ে রোনাল্ডো। ছবি: গেটি ইমেজেস।

জুভেন্তাস ১ • এসি মিলান ০

Advertisement

একমাত্র গোল করলেন সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যে গোলের সৌজন্যে মরসুমের প্রথম ট্রফি ইতালিয়ান কাপ পেল জুভেন্তাস। এসি মিলানকে হারিয়ে। খেলা হল সৌদি আরবের জেড্ডায়।

গত বছরই রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্তাসে সই করেছেন রোনাল্ডো। এটাই নতুন ক্লাবে তাঁর প্রথম বড় সাফল্য। যদিও জুভেন্তাসের আসল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ। যেখানে শেষ বার তারা ট্রফি তুলেছিল ১৯৯৬ সালে। বুধবারের ম্যাচে একটার বেশি গোল না হলেও জেড্ডায় কিন্তু চ্যাম্পিয়নের মেজাজে ছিল জুভেন্তাস। একমাত্র গোল রোনাল্ডো হেড থেকে করেন ৬১ মিনিটে। ৬৬ মিনিটে এসি মিলানের মিডফিল্ডার ফ্রাঙ্ক কেইসি লাল কার্ড দেখায় জুভেন্তাসের কাজ সহজ হয়ে যায়। যদিও তারা ব্যবধান বাড়াতে পারেনি।

Advertisement

ট্রফি জিতে দারুণ খুশি রোনাল্ডো। বলেছেন, ‘‘জুভেন্তাসে এসে প্রথম ট্রফি জিতলাম। আমি খুশি।’’ নিজের ফুটবল জীবনে বিভিন্ন ক্লাবের হয়ে পর্তুগিজ মহাতারকার মোট ২৮টি ট্রফি জেতা হয়ে গেল। যার মধ্যে রয়েছে পাঁচ বার চ্যাম্পিয়ন্স লিগ জয়। সঙ্গে ইংল্যান্ড এবং স্পেনের ক্লাবের হয়ে ঘরোয়া লিগ খেতাব ও পর্তুগাল জাতীয় দলকে ইউরোপের সেরা করা। ‘‘২০১৯-এ অনেক লক্ষ্য আমার সামনে। ইতালিয়ান কাপ দিয়ে লক্ষ্যপূরণ শুরু হল। তবে এটা সবে শুরু। আমাদের পরের ট্রফিগুলো জেতার জন্য একই রকম পরিশ্রম করতে হবে,’’ বলেছেন রোনাল্ডো।

জেড্ডার এই ম্যাচ ঘিরে অন্য বিতর্কও তৈরি হয়েছে। স্থানীয় আয়োজকেরা শুধুমাত্র পুরুষসঙ্গী থাকলেই মেয়েদের খেলা দেখার অনুমতি দিয়েছিল। যার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। যদিও মোট ৬২ হাজার দর্শকের মধ্যে মেয়েদের সংখ্যা ছিল ১৫ হাজার। ইতালীয় ফুটবল লিগের প্রেসিডেন্ট গায়েতানো মিচিচে কিন্তু মনে করেন, মধ্যপ্রাচ্যের ফুটবল মাঠে এত বেশি সংখ্যক মহিলার খেলা দেখাটা যথেষ্ট আশাব্যঞ্জক ঘটনা। তাঁর মন্তব্য, ‘‘জেড্ডায় এত ভাল ফুটবল ম্যাচের মধ্যে দিয়ে দারুণ একটা সন্ধ্যা কাটালাম। গোটা স্টেডিয়াম যেন উৎসবে মেতেছিল। আশা করি এ দেশে এই ম্যাচকে কেন্দ্র করে নতুন বিপ্লবের সূচনা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন