Cristiano Ronaldo

হ্যালোউইনের পোশাকে বিখ্যাত ফুটবলারকে চিনতে পারছেন?

বিশ্বজুড়ে প্রত্যেক বছর ৩১ অক্টোবর পালন করা হয় হ্যালোউইন। রোনাল্ডোও নিজের মতো করে পালন করলেন তা। অবশ্য তিনি একা নন, পরিবারের সবাইকে নিয়েই পালন করলেন হ্যালোউইন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৮ ১৭:০১
Share:

সপরিবারে হ্যালোউইনের সাজে রোনাল্ডো। ছবি রোনাল্ডোর টুইটারের সৌজন্যে।

দিন কয়েক আগেই রিয়াল মাদ্রিদ ছেড়ে দেওয়ার জন্য আঙুল তুলেছিলেন ক্লাব প্রেসিডেন্টের দিকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অবশ্য বুধবার ভক্তদের সামনে হাজির হলেন অন্য মেজাজে।

Advertisement

বিশ্বজুড়ে প্রত্যেক বছর ৩১ অক্টোবর পালন করা হয় হ্যালোউইন। রোনাল্ডোও নিজের মতো করে পালন করলেন তা। অবশ্য তিনি একা নন, পরিবারের সবাইকে নিয়েই পালন করলেন হ্যালোউইন।

আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করলেন সিআর সেভেন। যাতে রোনাল্ডোর সঙ্গে দেখা যাচ্ছে স্ত্রী জিওর্জিনা রডরিগেজকে। ছবিতে দেখা যাচ্ছে রোনাল্ডোর চার সন্তানকেও। তবে কাউকেই চেনার উপায় নেই। হ্যালোউইনের আবহের সঙ্গে সঙ্গতি রেখে প্রত্যেকের মুখেই ভুতুড়ে মুখোশ। ছবির সঙ্গে রোনাল্ডো লিখেছেন, "হ্যাপি হ্যালোউইন টু এভরিওয়ান।" বোঝাই যাচ্ছে, জুভেন্টাসে গিয়ে খোশমেজাজেই রয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: দুরন্ত জাডেজার চার উইকেট, ১০৪ রানে শেষ ওয়েস্ট ইন্ডিজ​

আরও পড়ুন: ভারত-পাক টেস্ট ক্রিকেট চালু করতে ফারুখ ইঞ্জিনিয়ারের ভরসা কে জানেন​

(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement