স্পেনে রোনাল্ডোর ভরসাতেই জুভেন্তাস

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বুধবার আতলেতিকো দে মাদ্রিদের মুখোমুখি হচ্ছে জুভেন্তাস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৩৫
Share:

মহড়া: জুভেন্তাসের অনুশীলনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: এএফপি

ভয় পেলে চলবে না। মাস্‌সিমিলিয়নো আলেগ্রি এখন জুভেন্তাস ফুটবলারদের এটাই বোঝাচ্ছেন। এও বলছেন, ‘‘যারা উচ্চাকাঙ্ক্ষী, তারা ভয় পায় না।’’

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বুধবার আতলেতিকো দে মাদ্রিদের মুখোমুখি হচ্ছে জুভেন্তাস। খেলা মাদ্রিদে। লিয়োনেল মেসির কথায়, ‘‘দু’দলই শক্তিশালী। তবে রোনাল্ডো (ক্রিশ্চিয়ানো) যাওয়ায় জুভেন্তাস এখন আরও ভাল দল।’’

দুই ‘ভাল’ দলের নকআউটের লড়াই। হেরে ছিটকে গেলে দু’দলের কাছেই সেটা বড় ধাক্কা হবে। বিশেষ করে জুভেন্তাসের কাছে। সেরি আ-য় টানা সাফল্যের একঘেয়েমি কাটিয়ে তাদের লক্ষ্য, আবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা। যে কারণে বিপুল খরচ করে রিয়াল মাদ্রিদ থেকে কিনেছে রোনাল্ডোকে।

Advertisement

ম্যাচ ঘিরে উত্তেজনার পারদও চড়ছে। আতলেতিকোর ম্যানেজার দিয়েগো সিমিয়োনে বলেছেন, ‘‘ম্যাচটা আমাদের কাছে ফাইনাল। একটা ভুল মানে সর্বনাশ।’’ জুভেন্তাস আশায় বুক বেঁধেছে রোনাল্ডোর জন্য। আতলেতিকোর বিরুদ্ধে যাঁর রেকর্ড দারুণ। ‘‘যে কোনও ভাবে মাদ্রিদে একটা গোল করতেই হবে,’’ বলেছেন আলেগ্রি।

ইটালির চ্যাম্পিয়ন ক্লাবকে ঘিরে প্রায়ই বলা হয়, ‘ওল্ড লেডি’ আবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে রোনাল্ডো অবসর নিলে বা তাঁকে নিজেদের ক্লাবে সই করালে। দ্বিতীয় কাজটা করেছে জুভেন্তাস। এখন দেখার, রোনাল্ডো সত্যিই ‘ওল্ড লেডি’র মুখে হাসি ফোটাতে পারেন কি না। সতীর্থ পাওলো দিবালার মন্তব্য, ‘‘ক্রিশ্চিয়ানো ঠিক মেসির মতোই যে কোনও ম্যাচ বার করতে পারে। আর স্পেনে ওর অভিজ্ঞতা সব সময় আমাদের বাড়তি সুবিধা দেবে।’’

তুলনায় ম্যাঞ্চেস্টার সিটির কাজটা বেশ সহজ। গ্যারি লিনেকার পরিষ্কার বলে দিয়েছেন, শালকে ০৪-এর বিরুদ্ধে সের্খিয়ো আগুয়েরোদের হাসতে হাসতে জেতা উচিত। ম্যান সিটি শেষ পাঁচ মরসুমে তিন বার কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছে। ২০১৬-তে সেমিফাইনালে তারা হারে রিয়াল মাদ্রিদের কাছে। এ বার কিন্তু অনেকেই বলছেন, চ্যাম্পিয়ন্স লিগ ম্যান সিটির জেতা উচিত। তাদের ইলখাই গুন্ডোয়ানের কথা, ‘‘ইওরোপে অভিজাত ক্লাব হিসেবে চিহ্নিত হতে এই ট্রফিটা দরকার।’’ আর ম্যান সিটি ম্যানেজার পেপ গুয়ার্দিওলার কথা, ‘‘এই ধরনের আলোচনাই প্রমাণ করছে, আমরা সত্যিই ভাল খেলছি।’’

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে

• আতলেতিকো দে মাদ্রিদ বনাম জুভেন্তাস

• শালকে০৪ বনাম ম্যাঞ্চেস্টার সিটি

(রাত দেড়টা থেকে)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন