লা লিগা// এইবার ১ : রিয়াল মাদ্রিদ ২

গোল করেই চলেছেন দুরন্ত সি আর সেভেন

লা লিগা জেতা হয়তো তাদের পক্ষে এখন অত্যন্ত কঠিন কাজ হয়ে গিয়েছে। কিন্তু লিগের শেষ দিকে এসে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছেন রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লিগের ফর্মের ছোঁয়া দেখা যাচ্ছে সি আর সেভেনের খেলায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৮ ০৪:৩১
Share:

গোলের পরে রোনাল্ডো। শনিবার এইবারের বিরুদ্ধে। ছবি: এএফপি

লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তুলনায় অনেকে অনেক বিশেষণই ব্যবহার করেছেন। মেসি সম্পর্কে কেউ কেউ বলেছেন, এলএম টেন এই গ্রহেরই ফুটবলার নন। এ বার রোনাল্ডো সম্পর্কে নতুন কথা বললেন রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদান। শনিবার এইবারের বিরুদ্ধে জোড়া গোল করে স্বাভাবিক ভাবেই ম্যাচের নায়ক রোনাল্ডো। আর ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে এসে জিদান বলে দিলেন, ‘‘রোনাল্ডো এই সৌরজগতেরই নয়।’’ যা শোনার পরে দুই কিংবদন্তিকে নিয়ে তর্ক নিশ্চয়ই অন্য মাত্রা পাবে। রোনাল্ডোকে নিয়ে তিনি আরও বলেন, ‘‘বিশ্বের সেরা ফুটবলার আমাদের দলে আছে। এই ব্যাপারটা আমরা উপভোগ করতে চাই।’’

Advertisement

লা লিগা জেতা হয়তো তাদের পক্ষে এখন অত্যন্ত কঠিন কাজ হয়ে গিয়েছে। কিন্তু লিগের শেষ দিকে এসে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছেন রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লিগের ফর্মের ছোঁয়া দেখা যাচ্ছে সি আর সেভেনের খেলায়। শনিবার এইবার-কে ২-১ গোলে হারাল রিয়াল। যেখানে দু’টো গোলই এল রোনাল্ডোর কাছ থেকে। জিদানের কোচিংয়ে ১০০ ম্যাচে ১০৩ গোল হয়ে গেল সি আর সেভেনের।

আগের ম্যাচেই প্যারিস সঁ জারমঁ-র বিরুদ্ধে জিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছে গিয়েছিল রিয়াল। এই ম্যাচে সেই আত্মবিশ্বাসের ছাপই দেখা গেল। শুরুতে অবশ্য খারাপ খেলছিল না এইবার। কিন্তু লুকা মদ্রিচের পাস থেকে রিয়ালকে এগিয়ে দেন রোনাল্ডো। এর পর এইবারের ডিফেন্ডার ইভান রামিস হেডে সমতা ফেরান। কিন্তু তার পর এইবার ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে দানি কার্ভাহালের সেন্টারে হেড করে গোল পান রোনাল্ডো। এই নিয়ে শেষ সাতটি ম্যাচে ১৩ গোল করলেন তিনি।

Advertisement

তবে রোনাল্ডো টিমকে দুশ্চিন্তামুক্ত করলেও গ্যারেথ বেল-কে নিয়ে কিন্তু সমস্যা মিটছে না রিয়ালের। শনিবারও তিনি হতাশই করলেন। ম্যাচ শুরুর আগে জিদান অবশ্য বলেছিলেন, ‘‘বেল আমার পরিকল্পনায় খুব ভাল মতোই আছে।’’ ম্যাচে অবশ্য বেল কোনও ছাপই ফেলতে পারেননি। তাঁকে যথেষ্ট নিষ্প্রভ দেখিয়েছে। দ্বিতীয়ার্ধে একটা দুরন্ত ক্রস ছাড়া আর কিছু পাওয়া যায়নি তাঁর কাছ থেকে। যা চিন্তায় রাখতে পারে জিদানকে। অনেকেই অবশ্য বলছেন, এটাই রিয়ালের হয়ে সম্ভবত শেষ মরসুম হতে চলেছে বেলের। এর পরে তাঁকে আবার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে দেখা যেতে পারে।

এইবার ম্যাচে ৭৩ মিনিটের মাথায় দশ জনে খেলতে হয়েছিল রিয়ালকে। তার কারণ অবশ্য লাল কার্ড ছিল না। কিছু সময়ের জন্য মাঠ থেকে উঠে গিয়েছিলেন সের্জিও র‌্যামোস। যা নিয়ে প্রশ্ন করা হলে ম্যাচের পরে জিদান বলেন, ‘‘র‌্যামোসের পেটের একটু সমস্যা হয়েছিল। সে জন্য ও কিছুটা সময় মাঠে ছিল না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement