সেরা: সোনাজয়ী ভারতীয় টেবল টেনিস দল। নিজস্ব চিত্র
মনিকা বাত্রা, মৌমা দাসরা ঐতিহাসিক ঘটনা ঘটিয়ে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন। এ বার টেবল টেনিসে ছেলেদের দলগত বিভাগেও চ্যাম্পিয়ন হলেন শরৎ কমল-রা। এই ইভেন্টে দু’টো বিভাগে সোনা জেতায় পদক তালিকায় ভারত অনেকটা উপরে উঠে এল।
শরতের নেতৃত্বে ছেলেরা সোমবার হারাল ৩-২ নাইজিরিয়াকে। গেমসে এ বার নিয়ে চারটি সোনা জেতা শরৎ শুরুটা করেছিলেন খুব খারাপ ভাবে। প্রথম গেমে হারার পর প্রতিপক্ষ বোডিয়া আবেওডুনকে তিনি কার্যত উড়িয়ে দিয়ে জেতেন ১১-৫, ১১-৪, ১১-৯ ফলাফলে। পরের গেমে জি সাথিয়ান শুরুতে ধাক্কা খেয়েছিলেন। কিন্তু সেটা সাময়িক। শরতের মতো তিনিও শেষ পর্যন্ত দাঁড়াতে দেননি প্রতিপক্ষকে। ২০০২-এর চ্যাম্পিয়ন সেগুন তেরিওলা হার স্বীকার করেন পরের তিনটি গেমে। সাথিয়ান জেতেন ১১-৩, ১১-৩, ১১-৪ ফলে। সাথিয়নের সঙ্গে ডাবলসে হরমিত দেশাইও জেতেন সহজেই।
সোনা জিতে শরৎ শান্ত থাকলেও সাথিয়ন উত্তেজিত। বলে দিয়েছেন, ‘‘জীবনে প্রথম গেমসে খেলতে এসে সোনা জেতা অসাধারণ অনুভূতি। আশা করছি সিঙ্গলসেও এই ফর্ম বজায় থাকবে।’’ পাশাপাশি তাঁর মন্তব্য, ‘‘আমি খুব ভাল ভাবে এগিয়েছি। আমার পা-ও ভাল চলছিল। মাথাও। ওরা আমাদের সঙ্গে পাল্লা দিতে পারেনি।’’ তাঁর সঙ্গী হরমিত দেশাই আরও উত্তেজিত সোনা জিতে দেশে ফেরার মুহূর্ত উপভোগ করার জন্য। ‘‘মেয়েরা তো আগেই জিতেছে। আমরা চ্যাম্পিয়ন হলাম। যখন দেশে ফিরব তখন আমরা তারকার মর্যাদা পাব। আমরা যথেষ্ট তৈরি হয়ে এসেছিলাম। সেটা কাজে লেগেছে।’’ হরমিতের আরও মন্তব্য, ‘‘নাইজিরিয়া খুব ভাল দল। গত বার গ্লাসগো গেমসে ব্রোঞ্জটা হাতছাড়া হয়েছিল নাইজিরিয়ার জন্য। মধুর প্রতিশোধ নেওয়া গিয়েছে।’’