Cyclist died

প্যারালিম্পিক্সের আসরে সাইক্লিস্টের মৃত্যু

ভেবেছিলেন সাইকেল চালিয়ে বিশ্ব জয় করবেন। শারীরিক অক্ষমতাকে জয় করেই ফেলেছিলেন। তাই নেমে পড়েছিলেন প্যারালিম্পিক্সের আসরে। কিন্তু শেষ রক্ষা হল না।। হল না স্বপ্ন পূরণও। প্রতিযোগিতার আসরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইরানের ৪৮ বছরের বাহমান গোলবারনেজাদ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৪
Share:

ভেবেছিলেন সাইকেল চালিয়ে বিশ্ব জয় করবেন। শারীরিক অক্ষমতাকে জয় করেই ফেলেছিলেন। তাই নেমে পড়েছিলেন প্যারালিম্পিক্সের আসরে। কিন্তু শেষ রক্ষা হল না।। হল না স্বপ্ন পূরণও। প্রতিযোগিতার আসরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইরানের ৪৮ বছরের বাহমান গোলবারনেজাদ।

Advertisement

পাহাড়ি রাস্তায় চলছিল এই প্রতিযোগিতা। কী ভাবে পাহাড় থেকে গড়িয়ে পড়েন সেটা এখনও জানা না গেলেও। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। চিকিৎসকরা অবশ্য জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। ইরান প্যারালিম্পিক্স কমিটির পক্ষ থেকে সভাপতি ফিলিপ ক্রাভান জানিয়েছেন, ‘‘আমাদের জন্য খুব দুঃখের ঘটনা। বাহমানের পরিবার, বন্ধু, সতীর্থদের সঙ্গে ইরানের পুরো প্যারালিম্পিক্স কমিটিও তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।’’

সকাল ১০.৪০ নাগাদ ঘটে এই ঘটনা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি হৃদরোগে আক্রান্ত হন। প্যারালিম্পিক্সের আসরে ইরানের ফ্ল্যাগকে নামিয়ে রাখা হয়েছিল। রবিবার ক্লোসিংয়ের সময়ই রিনবতা পালন করা হয়। ইরানের সিরাজে জন্ম বাহমানের। লন্ডন প্যারালিম্পিক্সেও অংশ নিয়েছিলেন তিনি। এ বার সি৪-৫ রেসে অংশ নিয়েছিলেন। যে খানে তাঁরাই অংশ নেয় যাঁদের পায়ের নিচের অংশ অকেজ। বুধবার ১৪তম স্থানে শেষ করেছিলেন। দ্বিতীয় দিন নেমেছিলেন শনিবার। পদক এল না, ফিরে এলেন না বাহমানও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন