ওয়ার্নারের সায় নেই স্লেজিংয়ে

তিনি ছিলেন অস্ট্রেলিয়া দলের ‘স্লেজ-মাস্টার’। ম্যাচ রেফারির ধমক কত বার খেয়েছেন। কত বার জরিমানা দিতে হয়েছে মাঠের মধ্যে অতি আগ্রাসন দেখানোর জন্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৭ ০৩:৪৫
Share:

তিনি ছিলেন অস্ট্রেলিয়া দলের ‘স্লেজ-মাস্টার’। ম্যাচ রেফারির ধমক কত বার খেয়েছেন। কত বার জরিমানা দিতে হয়েছে মাঠের মধ্যে অতি আগ্রাসন দেখানোর জন্য।

Advertisement

ডেভিড ওয়ার্নার কি পাল্টে গেলেন? না হলে বলবেন কেন যে, চলতি সিরিজে ভারতীয় ক্রিকেটারেরা যতই তাঁকে স্লেজ করুক, তিনি পাল্টা বাগ্‌যুদ্ধে জড়াতে চান না। ভারতীয় বোর্ডের সরকারি ওয়েবসাইটে চেতেশ্বর পূজারা এবং আর. অশ্বিনের একটি ভিডিও আলাপচারিতা নিয়ে এখন উত্তাল ক্রিকেট দুনিয়া। সেই ভিডিওতে অশ্বিন এবং পূজারা রীতিমতো মজা করেছেন অস্ট্রেলীয়দের স্লেজ করা নিয়ে। তাচ্ছিল্যের ভঙ্গিতে তাঁরা এটাও জানাতে ভোলেননি যে, ওয়ার্নার ব্যাট করতে এলেই পূজারা কী ভাবে তাঁকে মনে করিয়ে দেন যে, তুমি তো আবার অশ্বিনের বলেই আউট হবে!

অস্ট্রেলীয় মিডিয়ার সঙ্গে এ নিয়ে কথা বলতে গিয়ে ওয়ার্নার জানিয়ে দিয়েছেন, তিনি পাল্টা স্লেজ করার কথা ভাবছেন না। অশ্বিনের বিরুদ্ধেও নিজের মনোভাব পাল্টাবেন না তিনি। সুইচ হিট মারবেন অশ্বিনের ছন্দ নষ্ট করতে? ওয়ার্নার বলেছেন, ‘‘না, সুইচ হিট মারতে গিয়ে মিস করলে এলবিডব্লিউ দিয়ে দিতে পারে। আমার মনে হয় রিভার্স সুইপ ভাল অস্ত্র হতে পারে।’’ তবে অশ্বিনের মতো অনেক আরও বোলারই তাঁকে অনেক বার আউট করেছেন মনে করিয়ে দিয়ে ওয়ার্নার বলেন, ‘‘অশ্বিন খুব ভাল বোলার। অনেক উইকেট পেয়েছে ভারতে। আমাকে উত্তর দিতে হবে।’’

Advertisement

আরও পড়ুন: জনসনের মুখে বিরাট দ্বৈরথ

তবে বেঙ্গালুরুতে ‘ডিআরএসগেট’ উত্তর দু’দলের মধ্যে শান্তি রক্ষার চেষ্টা হলেও তিক্ততার ছোঁয়া যে থেকেই গিয়েছে, ওয়ার্নারের কথায় তা প্রমাণিত। বাঁ হাতি ওপেনার পরিষ্কারই বলে দিয়েছেন, ভারতীয়রা যে ভাবে মাঠের ব্যাপারকে মাঠের বাইরে টেনে নিয়ে গিয়েছেন, সেটা তাঁরা করতেন না। ইঙ্গিত, অশ্বিন ও পূজারার ভিডিওর দিকে। বিশেষ করে নিজেদের বোর্ডের সরকারি ওয়েবসাইটে এমন ভিডিও পোস্ট করা হয়েছে দেখেই কথা উঠছে। সেই অস্বস্তির মধ্যেও ওয়ার্নারের বার্তা, ‘‘আশা করি, রাঁচীতে দারুণ ক্রিকেটই আমরা খেলতে পারব।’’ সময় বলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন