‘অপরিচ্ছন্ন’ ভারতে পরিবার নিয়ে যাওয়া মুশকিল: ওয়ার্নার

বিদেশ সফরে স্ত্রী-বান্ধবীদের নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করতে গিয়ে ভারতবিরোধী মন্তব্য করে বসলেন ডেভিড ওয়ার্নার। অ্যাসেজ-বিপর্যয়ের পিছনে স্ত্রী-বান্ধবীদের ভূমিকা নিয়ে বলেছিলেন প্রাক্তন অস্ট্রেলীয় প্লেয়ার ইয়ান হিলি। তার পাল্টা দিতে গিয়ে ওয়ার্নার বলেন, ‘‘ভারত, বাংলাদেশ বা শ্রীলঙ্কায় এমনিতেই স্ত্রী-পরিবার নিয়ে যাওয়া মুশকিল। বিশেষ করে যদি আপনার ছোট সন্তান থাকে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৫ ০৩:১১
Share:

বিদেশ সফরে স্ত্রী-বান্ধবীদের নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করতে গিয়ে ভারতবিরোধী মন্তব্য করে বসলেন ডেভিড ওয়ার্নার। অ্যাসেজ-বিপর্যয়ের পিছনে স্ত্রী-বান্ধবীদের ভূমিকা নিয়ে বলেছিলেন প্রাক্তন অস্ট্রেলীয় প্লেয়ার ইয়ান হিলি। তার পাল্টা দিতে গিয়ে ওয়ার্নার বলেন, ‘‘ভারত, বাংলাদেশ বা শ্রীলঙ্কায় এমনিতেই স্ত্রী-পরিবার নিয়ে যাওয়া মুশকিল। বিশেষ করে যদি আপনার ছোট সন্তান থাকে। ও সব দেশে প্রচুর পোকামাকড় আছে। বাচ্চাদের নিয়ে যাওয়ার পক্ষে মোটেই ভাল পরিবেশ নয়। বেশ অপরিচ্ছন্ন। যে কোনও সময় যা কিছু হয়ে যেতে পারে।’’ দিনদুয়েক আগে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের অসুস্থ হয়ে পড়ার উদাহরণ দিয়েছেন ওয়ার্নার। যাঁর এক বছরের একটি মেয়ে আছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement