কোটলাতেই হবে সেমিফাইনাল জানিয়ে দিলেন অনুরাগ

অনেক টালবাহানার পর শেষ পর্যন্ত ফিরোজশাহ কোটলাতেই হবে ৩০ মার্চের টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল। আজ বোর্ড সচিব অনুরাগ ঠাকুর ও পরে ডিডিসিএর আর এক বড় কর্তা চেতন চৌহান বললেন ‘‘সমস্যা মিটে গেছে। ফিরোজশাহ কোটলাতেই হচ্ছে টি২০ বিশ্বকাপের পুরুষ ও মহিলাদের সেমিফাইনাল ম্যাচগুলো।’’

Advertisement

স্বপন সরকার

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৬ ১৯:১০
Share:

অনেক টালবাহানার পর শেষ পর্যন্ত ফিরোজশাহ কোটলাতেই হবে ৩০ মার্চের টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল।

Advertisement

আজ বোর্ড সচিব অনুরাগ ঠাকুর ও পরে ডিডিসিএর আর এক বড় কর্তা চেতন চৌহান বললেন ‘‘সমস্যা মিটে গেছে। ফিরোজশাহ কোটলাতেই হচ্ছে টি২০ বিশ্বকাপের পুরুষ ও মহিলাদের সেমিফাইনাল ম্যাচগুলো।’’

অনুরাগ ঠাকুর বলেন, ‘‘অনেক কষ্টে আইসিসিকে বোঝানো গেছে কেন সেমিফাইনাল দুটো ফিরোজশাহ কোটলায় হওয়া উচিত। একমাত্র দক্ষিণ দিল্লি পুরসভা ফিরোজশাহ কোটলার আর পি মেহতা ব্লকের (যার উপরের তলায় সাংবাদিকদের বসার ব্যাবস্থাও রয়েছে।) সেটির ক্লিয়ারেন্স সাটির্ফিকেট দিচ্ছিল না। যার ফলে ম্যাচ দুটি বেঙ্গালুরুতে সরে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়েছিল। পরে আমি দক্ষিণ দিল্লি পুরসভার কমিশনারের সঙ্গে কথা বলে ক্লিয়ারেন্স পাওয়ার ইঙ্গিতও পেয়েছি। সরছে না সেমিফাইনাল। কোটলাতেই হচ্ছে।’’

Advertisement

আর অন্যদিকে সকাল থেকেই ব্যাস্ত ছিলেন ডিডিসি-এর বড় কর্তা চেতন চৌহান। বিকেল সাড়ে তিনটের সময় দক্ষিন দিল্লি পুরসভার ক্লিয়ারেন্স সাটির্ফিকেট পাওয়ার পর জানান, ‘‘জট কেটে গেছে। কোটলাতেই হচ্ছে দুটো সেমিফাইনালই। আজ বিকেল সাড়ে তিনটের সময় আমার হাতে এসে পৌঁছেছে আরপি মেহতা ব্লকের ক্লিয়ারেন্সের সাটির্ফিকেট। ফলে গোটা ফিরোজশাহ কোটলা মাঠের ক্লিয়ারেন্স আমরা পেয়ে গিয়েছি। তাই সেমিফাইনাল ম্যাচ দুটোই কোটলাতেই হবে। সমস্যা মেটাতে আমাদের খুব সাহায্য করেছেন দক্ষিণ দিল্লি পুরসভার কমিশনার ও জাস্টিস মুকুল মুদগল। ওদের ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। তবে এটা বলতেই পারি ওই দুজনের সাহায্য ছাড়া ফিরোজশাহ কোটলায় ওই সেমিফাইনাল দুটো করা অসম্ভব হয়ে পড়েছিল।’’

আরো খবর

১০০ কোটির ক্লাবে বিরাট কোহলি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন