Khela News

৩০০ রান! টি-টোয়েন্টিতে নয়া নজির দিল্লি ব্যাটসম্যানের

প্রথম শ্রেণির ক্রিকেটে এত দিন তাঁর সর্বোচ্চ রান ছিল ৪। অভিজ্ঞতা মাত্র কয়েকটি ম্যাচের। কিন্তু, মঙ্গলবার সে সব ছাপিয়ে ক্রিকেট দুনিয়াকে চমকে দিলেন দিল্লির মোহিত অহলাওয়াট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৪৭
Share:

মোহিত অহলাওয়াট। ছবি: সংগৃহীত।

প্রথম শ্রেণির ক্রিকেটে এত দিন তাঁর সর্বোচ্চ রান ছিল ৪। অভিজ্ঞতা মাত্র কয়েকটি ম্যাচের। কিন্তু, মঙ্গলবার সে সব ছাপিয়ে ক্রিকেট দুনিয়াকে চমকে দিলেন দিল্লির মোহিত অহলাওয়াট। টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসাবে ৩০০ রানের নজির গড়লেন তিনি। ক্লাব ক্রিকেট বাদ দিন, টি-টোয়েন্টির কোনও স্তরেই এর আগে তিনশোর গণ্ডি পেরতে পারেননি কোনও ব্যাটসম্যান।

Advertisement

মোহিতের কেরিয়ারের শুরুটা হয়েছিল রঞ্জি ট্রফিতে রাজস্থানের হয়ে। পরে বিদর্ভ আর হরিয়ানার হয়েও ব্যাট ধরেছিলেন তিনি। শেষ বার দিল্লির হয়ে মোটে তিনটে ম্যাচ খেলেছিলেন মোহিত। তা-ও গত ২০১৫-র অক্টোবরে। এ হেন মোহিত যে মাঠে নেমেই এমন কীর্তি করবেন তা বোধহয় কল্পনাও করতে পারেননি কেউ। আন্তর্জাতিক ম্যাচের তকমা না থাকলেও মোহিতের অবিশ্বাস্য রেকর্ডে আপাতত নড়েচড়ে বসেছে ক্রিকেটবিশ্ব। নয়াদিল্লির ললিতা পার্কে গত কাল ফ্রেন্ডস প্রিমিয়ার লিগের ম্যাচে মাভি ইলেভেনের হয়ে মাঠে নামেন ২১ বছরের মোহিত। প্রতিপক্ষ ফ্রেন্ডস ইলেভেনের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করে ৭২ বলে ৩০০ রানের ঝড় বইয়ে দেন উইকেটকিপার-ব্যাটসম্যান মোহিত। ৩০০-র পথে তাঁর ব্যাট থেকে বেরিয়েছে ৩৯ ছয় আর ১৪ চার।

আরও পড়ুন

Advertisement

মাঠে তৃপ্তি পেতে বিরাটের জীবন থেকে উধাও গরম রুটিও

মোহিত যখন উইকেটের পিছনে।

মোহিতের সৌজন্যে ২০ ওভার শেষে স্কোরবোর্ডে মাভি ইলেভেনের পাশে দেখা যায় ৪১৬ রান। বিপক্ষ বোলার এলেবেলে কি না বা মাঠের আয়তন নিয়ে তর্ক চললেও তাঁর রেকর্ডকে খাটো করে দেখতে রাজি নন কেউ। ১৮ ওভারের শেষে আড়াইশো রানে ব্যাট করছিলেন তিনি। শেষ দু’ওভারে তাঁর ব্যাট থেকে বেরিয়েছে ৫০ রান। শেষ ওভারে তো পর পর পাঁচটা ছয় হাঁকিয়ে ৩৪ রান তোলেন মোহিত। মোহিত-ঝড় থামলে ২১৬ রানে ম্যাচ পকেটে পুরতে অসুবিধা হয়নি মাভি ইলেভেনের।

আরও পড়ুন

আমাকে এ বার খেলতে দিন, চিঠি লিখব বিনোদ স্যারকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন