ইব্রাকে দিল্লির জার্সিতে দেখতে চান জামব্রোতা

আইএসএলে কি খেলতে দেখা যাবে জ্লাটান ইব্রাহিমোভিচকে? ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মহাতারকা স্ট্রাইকার কি ভারতে খেলতে আসতে রাজি হবেন? যাঁকে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার বলে মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা, কেউ কেউ তো তাঁকে মেসি-রোনাল্ডোদের সমতুল্য বলে দাবিও করে থাকেন, সুইডেনের সেই তারকা স্ট্রাইকারকে এ বার নিজের দলে খেলাতে মরিয়া হয়ে উঠেছেন দিল্লি ডায়নামোসের চিফ কোচ জিয়ানলুকা জামব্রোতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৬ ০৩:৩১
Share:

আইএসএলে কি খেলতে দেখা যাবে জ্লাটান ইব্রাহিমোভিচকে?

Advertisement

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মহাতারকা স্ট্রাইকার কি ভারতে খেলতে আসতে রাজি হবেন?

যাঁকে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার বলে মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা, কেউ কেউ তো তাঁকে মেসি-রোনাল্ডোদের সমতুল্য বলে দাবিও করে থাকেন, সুইডেনের সেই তারকা স্ট্রাইকারকে এ বার নিজের দলে খেলাতে মরিয়া হয়ে উঠেছেন দিল্লি ডায়নামোসের চিফ কোচ জিয়ানলুকা জামব্রোতা। যিনি আবার ইব্রার এক সময়ের সতীর্থ ছিলেন।

Advertisement

জামব্রোতা এবং ইব্রাহিমোভিচ একই সঙ্গে জুভেম্তাস, বার্সেলোনা এবং এসি মিলানে খেলেছেন। অনেক বছর একসঙ্গে খেলার সুবাদে দু’জনের সম্পর্কও বেশ ভাল। তাই জামব্রোতা যখন দাবি করেছেন, ‘‘ভারতে জ্লাটানের বহু সমর্থক রয়েছে। ও নিজেও চাইবে এ রকম একটা দেশে এসে নিজের কেরিয়ারের শেষ দিকে কিছুটা সময় কাটাতে,’’ তখন সেটা নিয়ে যে জল্পনা হবে, সেটাই তো স্বাভাবিক।

শুধু এখানেই শেষ নয়, ভারতীয় ফুটবল সমর্থকদের রীতিমতো আশার আলো দেখিয়ে একই সঙ্গেই ইতালির বিশ্বকাপ জয়ী দলের সদস্য যোগ করেছেন, ‘‘দিল্লি ডায়নামোসে খেলার জন্য আমি নিজে জ্লাটানকে রাজি করাব।’’

জামব্রোতা নিজে যখন ইব্রাকে রাজি করানোর দায়িত্ব নিয়েছেন, তখন ভারতীয় ফুটবল মহল মনে করছে, এই অনুরোধ ইব্রা ফেলতে পারবেন না। সে ক্ষেত্রে রবের্তো পিরেস, আলেসান্দ্রো দেল পিয়েরো, ডেভিড ত্রেজেগুয়ে, নিকোলাস আনেলকা বা বর্তমান আইএসএলের মার্কি ফুটবলার হিসেবে বিভিন্ন টিমে থাকা দিয়েগো ফোরলান, হেল্ডার পস্টিগা, লুসিওদের পর আরও একটা বড় নাম যোগ হবে আইএসএলের তালিকায়।

তবে একটা জায়গায় প্রশ্ন থেকে যাচ্ছে। সেটা হল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ খেলা ইব্রা কি আই এসএলে খেলতে রাজি হবেন? তবে প্রশ্ন উঠেছে পরের মরসুমের কথা ভেবে জামব্রোতা যদি ইব্রার কথা বলে থাকেন, তা হলে সেটা অনেক দূরের বিষয়। জামব্রোতাই কী তখন নিজেই থাকবেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement