টিম তুলে নিল ডেম্পো আবেদন পাঁচ ক্লাবের

আই লিগে গোয়ার অন্য দলের মতো তারাও খেলবে না। মনে মনে সেই সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন জাতীয় লিগের সফলতম ক্লাব ডেম্পোর মালিক শ্রীনিবাস ডেম্পো। যেটা সরকারি ভাবে জানিয়ে দিলেন বুধবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৬ ০৩:০৪
Share:

আই লিগে গোয়ার অন্য দলের মতো তারাও খেলবে না। মনে মনে সেই সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন জাতীয় লিগের সফলতম ক্লাব ডেম্পোর মালিক শ্রীনিবাস ডেম্পো। যেটা সরকারি ভাবে জানিয়ে দিলেন বুধবার।

Advertisement

ডেম্পো সরে দাঁড়ানোয় গোয়া থেকে কোনও টিম আপাতত থাকল না আই লিগে। জাতীয় লিগ ও আই লিগ মিলিয়ে দেশের সর্বোচ্চ লিগ চলছে প্রায় কুড়ি বছর। এখনও পর্যন্ত গোয়ার কোনও দল থাকছে সেই টুর্নামেন্টে। যদি নতুন করে ফ্র্যাঞ্চাইজি ক্লাব হিসেবে আবেদন করা আর্মান্দো কোলাসোর কোচিংয়ে থাকা গোয়ান ক্লাব বার্দেজ খেলার সুযোগ পায় আই লিগে, তা হলে আলাদা কথা।

আই লিগ খেলতে পাঁচ ফ্র্যাঞ্চাইজি টিমের দরপত্র জমা পড়েছে ফেডারেশনের কাছে। গোয়া, পঞ্জাব, চেন্নাইয়ের তিনটি টিম আগেই দরপত্র দিয়েছিল। দিল্লি এবং মণিপুর থেকে আরও দু’টি ক্লাবের দরপত্র জমা পড়েছে। ১১ ডিসেম্বর যা খোলা হবে। বুধবার ছিল আই লিগ টিমগুলোর নাম নথিভুক্তির শেষ দিন। ডেম্পো নাম নথিভুক্ত করেনি। উল্টে চিঠি দিয়ে ফেডারেশনকে জানিয়েছে, আই লিগ থেকে তারা সরে যাচ্ছে। গোয়ার ক্লাবের আই লিগে না থাকাটা বড় ক্ষতি বলে মেনে নিচ্ছেন আই লিগের সিইও সুনন্দ ধর। ‘‘দেশের এক নম্বর টুর্নামেন্ট থেকে যে কোনও টিমই যদি নাম তুলে নেয়, সেটা খারাপ ব্যাপার। আর ডেম্পোর মতো ক্লাব, যারা পাঁচ বার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে, তাদের না থাকাটা সত্যিই বড় ক্ষতি, বললেন তিনি।’’

Advertisement

একের পর এক টিম নাম তুলে নিলেও ফেডারেশন কর্তারা আশাবাদী, নয়ের বেশি দল খেলবে আই লিগে। সুনন্দর কথায়, ‘‘কোনও ভাবেই ন’দলের কমে আই লিগ হবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন