Virat Kohli

বিরাট-মন্দনা এবং ১৮ নম্বর জার্সি

এক দিকে যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ধারবাহিকতা দেখাচ্ছে বিরাট কোহালির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া, তখন দক্ষিণ আফ্রিকার মহিলাদের বিরুদ্ধেও কর্তৃত্ব ফলাচ্ছে মহিলা ভারতীয় দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৫০
Share:

দুই দলের দুই নক্ষত্র বিরাট কোহালি এবং স্মৃতি মন্দনা।—ফাইল চিত্র।

এক দিকে যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ধারবাহিকতা দেখাচ্ছে বিরাট কোহালির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া, তখন দক্ষিণ আফ্রিকার মহিলাদের বিরুদ্ধেও কর্তৃত্ব ফলাচ্ছে মহিলা ভারতীয় দল।

Advertisement

কেপটাউনে তৃতীয় ওডিআই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১২৪ রানে হারায় ভারত। ১৬০ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতের জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বিরাট।

কেপটাউন থেকে ৯৫৫ কিমি দূরে কিমবার্লিতে সেই ধারাবাহিকতাই দেখায় মহিলা ভারতীয় ক্রিকেট দল। সেঞ্চুরি করে দলকে জেতান ২১ বছর বয়সী স্মৃতি মন্দনা। ১৩৫ রানের ইনিংস খেলেন তিনি।

Advertisement

কাকতালীয় ভাবে এই দুই দলের দুই নায়কের জার্সি নম্বর ১৮।

আরও পড়ুন: বরফের মাঠে বিধ্বংসী ব্যাটিং 'বুড়ো' সহবাগের

আরও পড়ুন: শামিকে রান-আপ ঠিক করার পরামর্শ আক্রমের

বিরাট যখন ধারাবাহিক ভাবে নিজের সেরাটা দিয়ে আসছেন, তখন প্রচারের আলোর বাইরেও ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন স্মৃতি। ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটের সেরাদের তালিকায় ঢুকে পড়েছেন বিরাট। সেই তালিকায় ঢুকতে গেলে এখনও অনেকটা পথা চলতে হবে মন্দনাকে।

তবুও ক্রিকেটপ্রেমীরা মনে করছেন দুই দলের এই দুই তারকা যে ভাবে খেলছেন তাতে অদূরেই সচিনের ১০ নম্বর জার্সির পর ১৮ নম্বর জার্সিও এলিট লিস্টে জায়গা করে নেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন